বুধবার ● ১৯ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » বিশ্বে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ভূমিকা গুরুত্বপূর্ণ : চুয়েট ভিসি
বিশ্বে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ভূমিকা গুরুত্বপূর্ণ : চুয়েট ভিসি
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: (৪ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ২.১৭মি.) চুয়েট এ দুইদিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান মালায় মেকানিক্যাল ডে-২০১৬ উদযাপিত হয়েছে।
যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানমালায় সোমবার প্রথম দিনে অনুষ্ঠিত হয় ফ্ল্যাশ মব, মিউজিক্যাল নাইট প্রভৃতি।
১৮ অক্টোবর মঙ্গলবার দ্বিতীয় দিনের আয়োজনে ছিল র্যালি, আলোচনা সভা, সেমিনার, প্রতিযোগিতা, বিদায় - বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে চুয়েটের কেন্দ্রিয় অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, আধুনিক বিশ্বে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে সফল হতে হলে নিজের সেরাটা উজাড় করে প্রস্তুতি নিতে হবে। বিশ্বমানের শিক্ষা-গবেষণা আমাদের নিশ্চিত করতে হবে।
ভিসি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষা-গবেষণার মান যাচাইয়ের জন্য এক্রিডিটেশন কাউন্সিল গঠন করছে। ফলে মানসম্মত শিক্ষা এখন আরো বেশি সময়ের দাবি। দেশের উচ্চ শিক্ষায় চুয়েটের সুনাম রয়েছে। আমাদের ছাত্র-ছাত্রীরা এ প্রতিষ্ঠানের দূতের মত। তারা সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনে এ প্রতিষ্ঠানের সুনাম ও মর্যাদা আরো বহুগুনে বৃদ্ধি করবে বলে আমরা আশা করছি।
যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র বনিকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।
স্বাগত বক্তব্য রাখেন মেকানিক্যাল ডে-২০১৬ এর আহ্বায়ক ড. কাজী আফজালুর রহমান।





চির নিদ্রায় শায়িত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইসমাঈল
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে অসহায় মায়ের চিকিৎসায় আর্থিক সহযোগিতা প্রদান
চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন প্রার্থী
মিরসরাইয়ে এসএসসি ৯৭ ব্যাচের ৩য় পুনর্মিলনী পালিত
এসএসসি’৯৭ মিরসরাই উপজেলা তৃতীয় পুনর্মিলনী বৃহস্পতিবার
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ