সোমবার ● ৭ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল উদ্ভোধন
কাউখালী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল উদ্ভোধন

কাউখালী প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার জুনুমাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ নভেম্বর রবিবার দুপুর ১টায় এই প্রথমবারের মতো ছাত্র/ছাত্রীদের মাঝে মিড ডে মিল কার্য্যক্রমের উদ্ভোধন করেছেন রাঙামাটি জেলার জেলা প্রশাসক৷
কাউখালী উপজেলা পরিষদের সার্বিক ব্যাবস্থাপনায় মিড ডে মিল কার্য্যক্রমের উদ্ভোধন উপলক্ষে ঘাগড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকা জুনুমাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা অনুষ্ঠান কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্টিত হয়৷ এতে প্রধান অতিথি হিসাবে উপসতি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মানজারুল মান্নান৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী (চৌচামং), রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান, জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মফিজ আহাম্মদ, কাউখালী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ্যানি চাকমা কৃপা৷ উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মংসুইউ চৌধুরী ডুমং৷
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ৩নং ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জগদীশ চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিণয় চাকমা ও অভিভাবকবৃন্দ ৷ পরে প্রধান অতিথি বিদ্যালয়ের ৩৫জন ছাত্র/ছাত্রীদের মধ্যে মিড ডে মিলের টিফিন বক্স হাতে তুলে দেন৷
উল্লেখ্য কাউখালী উপজেলায় এই প্রথমসরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের আওতায় ২টি বিদ্যালয়ে এই কার্য্যক্রম শুরু করা হয়৷ তারমধ্যে জুনুমা ছড়া মরকারী প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম মনাই পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়৷





রাঙামাটির ঘাগড়ায় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি এলাকাবাসীর
মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি জেলা পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতি
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
নানিয়ারচর জোনের সার্বিক তত্ত্বাবধানে ক্রীড়া সামগ্রী বিতরণ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন