বৃহস্পতিবার ● ১০ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মানবেন্দ্র নারায়ন লারমার ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
মানবেন্দ্র নারায়ন লারমার ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
ষ্টাফ রিপোর্টার :: পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির অন্যতম নেতা মানবেন্দ্র নারায়ন লারমার ৩৩ তম মৃত্যুবার্ষিকী তিন পার্বত্য জেলায় শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে৷
দিবসটি কেন্দ্র করে দিন ব্যাপি কর্মসুচির মধ্যে প্রভাত ফেরী অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি ও সমাবেশ করেছে।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসি জেএসএস) ও তার অঙ্গ সংগঠন এবং সমমনা সংগঠন দিবসটিকে কেন্দ্র করে বালুখালী ইউনিয়ন শাখার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে আয়োজিত এক সমাবেসে প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রণতি বিকাশ চাকমা ছাত্র ও যুবসমাজকে তার বক্তব্যে বলেছেন, “জুম্ম নেতা প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা যে স্বপ্ন দেখেছেন আমাদের জন্য তা আজো পূর্ণ বাস্তবায়ন হয়নি” ঝুলে থাকা এসব কর্মসুচী সফল করতে হলে প্রয়াত নেতা মানবেন্দ্র নারায়ন লারমার আদর্শকে লালন করে আমাদেরকে একযোগে কাজ করে যেতে হবে৷ তাহলে তার স্বপ্ন ও অবশিষ্ট কার্যক্রমগুলোর মূল্যায়ন ঘটবে৷
বালুখালী ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সভাপতি সুধাসংকর চাকমা (মিন্টু)’র সভাপতিত্বে ৩৩ তম শোক সভায় বিশেষ অতিথি অরবিন্দু চাকমা সদর থানা পিসিজেএসএস, সুপ্রকাশ চাকমা, ভূমি ও কৃষি বিষয়ক সম্পাদক বিজয়গিরি চাকমা, চেয়ারম্যান, ৬নং বালুখালী ইউনিয়ন পরিষদ৷
উল্লেখ্য যে, ১৯৮৩ সালে ১০ নভেম্বর প্রয়াত জুম্ম নেতা মানবেন্দ্র নারায়ন লারমা রাজনৈতিক কারনে আততায়ির হাতে নিহত হন৷ তাঁরই স্মরণে পিসিজেএসএস প্রতি বছর তার আদর্শকে স্মরণ করে এ দিবস পালন করে ৷
এছাড়া ১০ নভেম্বর বৃহসপতিবার সকাল ১০ টায় শহরের রাঙামাটি শিল্পকলা একাডেমিতে তার স্মরণে পিসিজেএসএস কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সমাবেশ ও বর্ণাঢ্য র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে ৷





রাঙামাটির ঘাগড়ায় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি এলাকাবাসীর
মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি জেলা পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতি
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
নানিয়ারচর জোনের সার্বিক তত্ত্বাবধানে ক্রীড়া সামগ্রী বিতরণ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন