বৃহস্পতিবার ● ১৩ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে নানা আয়োজনে সাংগ্রাই উৎসব
বান্দরবানে নানা আয়োজনে সাংগ্রাই উৎসব
বান্দরবান প্রতিনিধি :: (৩০ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৪মি.) বান্দরবানে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই। পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে বান্দরবানে প্রিয় স্বদেশ, প্রিয় সংস্কৃতি আমার সত্ত্বা, আমার স্বচ্ছতা শ্লোগানে মারমা সম্প্রদায় শহরের এক বর্ণাট্য র্যালী বের করে। ১৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় স্থানীয় রাজার মাঠ থেকে র্যালীটি শুরু হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে পুন:রায় রাজার মাঠে এসে শেষ হয়। র্যালীতে নেতৃত্ব দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, বাজার চৌধুরী মংক্যাচিং চৌধুরী সহ আদিবাসী নেতৃবৃন্দরা অংশ নেয়। এছাড়াও র্যালীতে মারমা, ম্রো, খেয়াং, মুখী, চাকমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা ও বাঙ্গালীসহ ১১টি সম্প্রদায়ের শত শত শিশু কিশোর, তরুণ-তরুণী, নারী-পুরুষেরা আপন ঐতিহ্যের সাজে অংশ নিয়েছে। পরে রাজার মাঠে বয়স্ক পূজার আয়োজন করা হয়। এতে অংশ নেন পার্বত্য মন্ত্রীসহ আরো অনেকেই। আগামীকাল শুক্রবার উৎসবের দ্বিতীয় দিন দুপুর সাড়ে ৩ টায় উজানীপাড়াস্থ সাঙ্গু নদীতে পবিত্র বুদ্ধ মুর্তি স্নান অনুষ্ঠিত হবে। এছাড়াও রাতে পিঠা তৈরী সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিকে সাংগ্রাইয়ের অনুষ্ঠান দেখতে বান্দরবানে ভীড় জামাচ্ছেন দেশ-বিদেশী পর্যটক ও স্থানীয়রা। উৎসব ঘিরে পার্বত্যঞ্চল পরিণত হয়েছে পাহাড়ী-বাঙ্গালী মিলনমেলা।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন