বুধবার ● ২১ জুন ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মাতামুহুরী নদী থেকে লাশ উদ্ধার
মাতামুহুরী নদী থেকে লাশ উদ্ধার
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (৭আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪১মি.) পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম মাতামুহুরী নদী থেকে লংতই ম্রো (৫০) নামের এক জনের লাশ উদ্ধার করা হয়েছে। ২১ জুন বুধবার সকালের দিকে ৪নং কুরুপ পাতা ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় কয়েকজন ইউপি সদস্য সংবাদ পেয়ে উপজেলার চৈক্ষ্যং এলাকা থেকে এই লাশ উদ্ধার করে। লংতই মুরুং ৪নং কুরুপ পাতা ইউনিয়নের আমেন পাড়ার লংলক ম্রো এর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আলীকদম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, লাশ সনাক্ত করা হয়েছে এবং তার ওয়ারিশদেরকে খবর দেওয়া হয়েছে। লাশের ওয়ারিশরা আশার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
৪নং কুরুপ পাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গত ১৯ তারিখ সোমবার লংতই মুরুং তার জুমের খামারে কাজ করতে যান। কাজ সেরে বাড়ি ফেরার পথে নদী পার হতে গিয়ে লংতই ডুবে যান। সেই সময় তাকে অনেক খোজাখুজি করে ও পাওয়া যায়নি। সোমবার সকালে স্থানীয়রা নদীতে লাশ ভেষে যেতে দেখে আমাকে খবর দেয়। আমি গিয়ে লাশ উদ্ধার করি এবং সনাক্ত করি।





রাঙামাটিতে সম্প্রীতি সমাবেশে পুলিশ সুপার : সম্প্রীতির কোনো বিকল্প নেই
মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সাথে ধাক্কায় নিহত-১
হিতকরী’র অর্থ সহায়তা প্রদান, সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ইউপিডিএফ-এর ভয়ঙ্কর চক্রান্তের বিরুদ্ধে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ
কর্ণফুলী নদীতে প্রতিমা বির্সজনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গা পুজা
কাপ্তাইয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান