রবিবার ● ২৫ জুন ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ
রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ
মাইকেল দাশ,রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (১১ আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.২৪মি.) অাজ মাহে রমজানের শেষ দিন এবং শেষ রোজা অনাবিল অানন্দের দিন ঘনিয়ে এলো দীর্ঘ ৩০টি রোজার পর এল মুসলমান ধর্মাবলম্বীদের খুশির ঈদ,ঈদ মানে অানন্দ,ঈদ মানে খুশি। অাজ রবিবার পরিষ্কার অাকাশে দেখা যাবে ঈদ উল ফিতরের বাকা চাঁদ। ঈদ বার্তা নিয়ে রাঙ্গুনিয়াতে সবারি মনে অানন্দের দোলা লেগেছে। ঈদে ধনী গরীব ভেদাভেদ ভুলে সবাই ঈদের অানন্দ করবেন। তবে বেশ কয়েকজন লোকেরা সিএইচটি মিডিয়া টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে নিশ্চিত করেছেন যে অাজ ২৫ জুন অাকাশে বাকা চাঁদ দেখা গেলে সোমবার ঈদ।মহিলারা ব্যস্ত হয়ে পড়েছেন এখন থেকে মেহেদির সাজে সজ্জিত। রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দ নগর পারুয়া ইউনিয়নের মেম্বার অামিনুর রহমান ২৫ জুন রবিবার সিএইচটি মিডিয়া টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান গেল কয়েকদিন বৃষ্টিময় তারিমাঝে রাঙ্গুনিয়ার বেশ কয়েকটি এলাকায় ভয়াবহ বন্যায় মানুষের মৃত্যুসহ ঘরবাড়ি ভেঙ্গে গেছে এখনও হঠাৎ মেঘ-হঠাৎ বিষ্টি এরি মাঝে খুঁজে বেড়ানো ঈদের চাঁদ। ঈদের অানন্দ সবার হৃদয় প্রেম প্রীতি অার শান্তির পরশ বুলিয়ে দিবে,চোখে অানবে সমতা ও করুণার স্নিগ্ধতা।সমাজে ধনী গরীবের ব্যবধান গুছিয়ে অাসছে ঈদ।ঘরে ঘরে অানন্দ উল্লাসে বেজে উঠবে ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ,তু্ই অাপনাকে অাজ বিলিয়ে দে..শোন অাসমানি তাগিদ। শব্দগতভাবে ঈদ মানে অানন্দ, ঈদ মানে খুশি তিনি এটুকুই জানান। রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রকিবুল হাসান বাবু বলেন ঈদের অানন্দটা অন্যরকম রমজানের রোজার পর এল ঈদ। ঈদকে ঘিরে সবার মনে সৃষ্টি হয় এক অনাবিল অানন্দ তিনি বলেন সবার ঈদ হোক অানন্দময় ও সাবধানতার সাথে রাস্তা চলাচল করার জন্য কেননা ঈদের অানন্দ করতে গিয়ে অসাবধানতায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে যান সে দিকটা যেন লক্ষ্য বজায় রাখে সবাই।





মিরসরাইয়ে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলে নিহত
মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সাথে ধাক্কায় নিহত-১
হিতকরী’র অর্থ সহায়তা প্রদান, সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ইউপিডিএফ-এর ভয়ঙ্কর চক্রান্তের বিরুদ্ধে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ
রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলা ও দুর্গাপূজা নিয়ে পুলিশের মতবিনিময়
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে বাসের ধাক্কায় বাস চালকের সহকারী নিহত
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২