বৃহস্পতিবার ● ২২ মার্চ ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিজিবি’র ছোটহরিণা জোন এর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন
বিজিবি’র ছোটহরিণা জোন এর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন
বরকল প্রতিনিধি :: (৮ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০০মি.) রাঙামাটি জেলার বরকল উপজেলার ছোটহরিণা জোন সদরের দুর্গম এলাকায় বিজিবি’র ছোটহরিণা জোন এর পক্ষ থেকে আজ ২২ মার্চ বৃহস্পতিবার সকালে গরীব ও দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়েছে।
বিজিবি’র হরিণা জোন এর মেডিকেল অফিসার মেজর মো. ফায়সাল উপস্থিত থেকে দুস্থ রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় এলাকার ৭৩ জন নারী-পুরুষ ও শিশুকে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়।
চিকিৎসা সেবা নিতে আসা সুশীল চাকমা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন এর আগে আমরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিলাম, কিন্তু বর্তমানে বিজিবি হরিণা জোন এর মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে দুর্গম এলাকায় চিকিৎসা সেবা পৌছে দেওয়া হচ্ছে। তারা এই রকম বিভিন্ন স্থানে মেডিকেল ক্যাম্পেইন করে অসুস্থ্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে যে ভূমিকা রেখেছেন তা অত্যন্ত প্রশংসনীয় এবং মানবসেবা মুলক একটি কাজ।
এ ব্যাপারে বিজিবি হরিণা জোন এর জোন কমান্ডার লেঃ কর্নেল মো. আতিক চৌধুরী, বিএসপি সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন দুর্গম এলাকার জনসাধারণ যাতে চিকিৎসা সেবা পায় তার জন্য বিজিবি হরিণা জোন নিরলস কাজ করে যাচ্ছে। ১২ বিজিবি’র হরিণা জোন এর পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে সিও জানান।





মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
কাউখালীতে ইউফিডিএফের আস্তানা গুরিয়ে দিয়েছে সেনাবাহিনী
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
২০১৮ ও ২০২৪ সালের মত ছকে বাঁধা নির্বাচন হলে গণতন্ত্র আর রক্ষা করা যাবেনা : জুঁই চাকমা
কাপ্তাই বিএসপিআই জব ফেয়ারে অংশ নিল ২০টি খ্যাতনামা প্রতিষ্ঠান
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা