বৃহস্পতিবার ● ২২ মার্চ ২০১৮
প্রথম পাতা » রাজশাহী » রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নিহত-২
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নিহত-২
রাজশাহী প্রতিনিধি :: (৮ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৩মি.) রাজশাহীর পুঠিয়ায় ট্রেনে কাটা পড়ে দুই বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বিকাল ৪টার দিকে জেলার উপজেলার বেলপুকুর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বেলপুকুর এলাকার কোরবান আলী (৭৫) ও তাতালপুর গ্রামের শামসুল আলম (৬৫)।
রাজশাহী মহানগর পুলিশের বেলপুকুর থানার পরিদর্শক (তদন্ত) কবিরুল ইসলাম সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, রাজশাহী থেকে পার্বতীপুর যাচ্ছিল ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেন। এ সময় বেলপুকুর রেলক্রসিংয়ে গেট ফেলা হয়। কিন্তু বৃদ্ধ কুরমান তা খেয়াল না করে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় শামসুল তাকে বাঁচাতে গেলে দুইজনেই টেনের ধাক্কায় ছিটকে পড়ে। এতে লাইনে কাটা পড়ে দুইজনের নিহত হন। কোরবার কানে শুনতে পেতনা বলে জানান ওসি।
পরিদর্শক কবিরুল বলেন, ঘটনার পর রাজশাহী রেলওয়ে থানায় খবর দেয়া হয়। তারা গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে।
রাজশাহী রেলওয়ে থানার ওসি সাঈদ ইকবাল জানান, দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য সেখানে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে বলে জানান রেল পুলিশের এই কর্মকর্তা।





রাবিতে দুই দিনব্যাপী ‘বই ও প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শনী’র সমাপনী
বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার নিবার্চনে নির্বাচিতদের শুভেচ্ছা
গাবতলীতে মৎস্য সপ্তাহ পালন
মূল্যবোধের অবক্ষয়ের কারণ ফেসবুক
গুরু শিষ্যের প্রেমময় জীবন
অতিরিক্ত ভালোবাসা ঠিক নয়
অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণের অভিযোগ ভাইস চেয়ারম্যানে বিরুদ্ধে
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘ভয়েস অফ ফ্রিডম’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা
রাজশাহীতে শিক্ষার্থীদের ডিজিটাল সিটিজেনশিপ বিষয়ক সচেতনতা কার্যক্রম চলছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘ভয়েস অফ ফ্রিডম’ শীর্ষক বিতর্ক