বৃহস্পতিবার ● ২০ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » ঢাকা বিভাগ » বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার তীব্র নিন্দা
বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার তীব্র নিন্দা
ষ্টাফ রিপোর্টার :: (৫ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০২মি.) বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম এক বিবৃতিতে আজ বৃহস্পতিবার ২০ সেপ্টেম্বর বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলা এবং সাতক্ষীরায় কর্মসূচি থেকে ৩ জনকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণবিরোধী সরকার জনরোষের ভয়ে ভীত হয়ে ক্রমেই বেপরোয়া হয়ে উঠেছে। পেটোয়া পুলিশ বাহিনিকে দিয়ে সরকার জনগণের বিক্ষোভ দমন করতে চাইছে।
আজ বাম গণতান্ত্রিক জোটের শান্তিপূর্ণ ঘেরাও কর্মসূচিতে পুলিশ বিনা উসকানিতে হামলা চালিয়েছে। পুলিশের হামলা থেকে জোটের শীর্ষ নেতৃবৃন্দও রেহাই পাননি। এমনকি নারী পুলিশের অনুপস্থিতিতে নারী নেত্রীদের ওপর পুলিশের পুরুষ সদস্যরা হামলা করার মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটিয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ দুঃশাসন হটাতে তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের ন্যায়সংগত দাবিকে অগ্রাহ্য করে, হামলা-নির্যাতন করে কোনো কালেই স্বৈরশাসকরা রেহাই পায়নি। বর্তমান সরকারও রেহাই পাবে না। জনগণের প্রবল আন্দোলনের কাছে এই সরকারকেও নতি স্বীকার করতে হবে। সব হামলা-নির্যাতন, ষড়যন্ত্র উপেক্ষা করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইকে তীব্র করতে হবে।
বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলা ও সাতক্ষীরায় কর্মসূচি থেকে ৩ জনকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি মধুসুদন চাকমা ও সাধারন সম্পাদক নির্মল বড়ুয়া মিলন।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন
বাজুস এর নতুন সহ-সভাপতি হলেন ইকবাল হোসেন চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন
ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেলের প্রাপ্যতা নিশ্চিতের তাগিদ
ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবেনা
চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের : আবু হাসান টিপু
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে যথেষ্ট নয়