রবিবার ● ২৫ জুলাই ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » নিখোঁজের ৩ দিনপর কোম্পানীগঞ্জ থেকে কিশোর উদ্ধার
নিখোঁজের ৩ দিনপর কোম্পানীগঞ্জ থেকে কিশোর উদ্ধার
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে বাকপ্রতিবন্ধী কিশোর রুহুলকে নিখোঁজের তিন দিনপর গতকাল শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যায় কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ কাঁঠালবাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করে বিশ্বনাথ পুলিশ।
তার শরীরের একাধিক স্থানে মারধরের চিহ্ন রয়েছে। পরিবারে ধারণা, কেউ তাকে অপহরণ করে ওইখানে নিয়ে গিয়েছিল।
কিশোরের মামা রাকিব আলী সাংবাদিকদের জানান, আমাদের এলাকায় প্রায়ই ঘুরাফেরা করতে আসা জনৈক নারীকে আমরা সন্দেহ করছিলাম। সে অনুযায়ী তার ঠিকানা নিয়ে উদ্ধারের দিন কোম্পানীগঞ্জের কাঁঠালবাড়ি এলাকায় মাইকিং করাই। এক পর্যায়ে মাইকের কাছে এসে গ্রামের এক মুরব্বি জানান, রুহুল তার জিম্মায় রয়েছে। তিনি তাকে উদ্দেশ্যহীন ঘুরাফেরা করতে দেখে, তাকে নিরাপদ আশ্রয় দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে।
প্রসঙ্গত, ঈদুল আজহার দিন বিকেলে বাড়ির কাছেই পায়চারি করতে গিয়ে নিখোঁজ হয় বাকপ্রতিবন্ধী কিশোর রুহুল আহমেদ (১৩)। সে উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামের বশর মিয়ার ছেলে। এর পরদিন বৃহষ্পতিবার তার পিতা বশর মিয়া বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।





ঢাকায় পানাম গ্রুপের আনন্দ উৎসব
ওসমান হাদীর উপর গুলিবর্ষণের ঘটনা গুরুতর অশনিসংকেত
মাদ্রাসার বার্ষিক মাহফিলে একদিনে এক কোটি টাকা দান
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
পার্বতীপুরে প্রার্থী পরিবর্তনের দাবিতে মহা সড়ক অবরোধ
ঝালকাঠিতে অবহেলায় দিন কাটছে ৭৫ বছরের সেকেন্দার আলী