রবিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে অনুষ্ঠিত হলো উদ্যোক্তাদের সম্মেলন
চট্টগ্রামে অনুষ্ঠিত হলো উদ্যোক্তাদের সম্মেলন
‘‘ আমরাই ক্রেতা, আমরাই বিক্রেতা” স্লোগানে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ইয়াং এন্টারপ্রিনিয়ার্স এ্ড ই-কমার্স সোসাইটি অব বাংলাদেশ (YEESBD) এর সদস্য সম্মেলন। সভায় একটি শক্তিশালী ই-কমার্স প্লাটফরম হিসেবে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে যার যার অবস্থান থেকে আত্ননিয়োগ করার আহ্বান জানানো হয়। মূলত চট্টগ্রামরে নতুন-পুরনো সকল উদ্যোক্তা, বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য নতুন কিছু উদ্যোগ গ্রহণের পরিকল্পনায় এবং এই পরকিল্পনা বাস্তবায়নে জন্য দারুণ কিছু ঘোষণার জন্যই এই ” চিটাগাং মিটআপ ২০২১” এর আয়োজন করা হয়। গত শুক্রবার চট্টগ্রামের একটি অভিজাত মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে এবং অফলাইনে সংযুক্ত থাকেন সংস্থার সভাপতি নাজনীন আফজাল, সংস্থার কো-অর্ডিনেটর জান্নাতুল ফেরদৌস পারিসা ও বেগম সানজিদা আরজু, পরিচালক রিক্তা রহমান, মডারেটর নিলুফার সুলতানা, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম ছোটন, সাফায়াত উদ্দিন, এ্যানি ইথান, অর্পিতা নন্দী, আকলিমা সুলতানা, ফাতেমা-তুজ-জোহরা প্রমি প্রমুখ।
অনুষ্ঠানে স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে অংশ নেয় কল্পতরু, নূর ট্রাভেলস কর্পোরেশন, লুনা’স তরী এবং আবদুল্লাহ কুকিং হোম।
সভায় বক্তাগণ বলেন, ইন্টারনটে এর সহজলভ্যতার কারণে অনেক তরুন ‘উদ্যোক্তা জীবন’ এর শুরু করছে এফ-কর্মাস বা ই-কর্মাস এর মাধ্যমে। তবে অনেকে এর নানা বিষয় নিয়ে অবগত নয়। তাই আমরা এমন একটি প্লাটর্ফম তৈরি করতে চাই যেখানে একজন নতুন উদ্যোক্তা এসে হতাশ হবে না। দিক হারাবে না। অন্যান্য উদ্যোক্তাদের নিকট জানবে, শিখবে এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে কাজ করে সফল হবে। তারাই একদিন সমাজ ও দেশের ইতিবাচক পরিবর্তন ঘটাবে। YEESBD উদ্যোক্তাদের আস্থার একমাত্র প্ল্যাটর্ফম হবে, এই স্বপ্ন YEESBD পরিবারের।





ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আচারিয পূজা, অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত
মিরসরাইয়ে অবৈধ বালু মহালে যৌথ অভিযান
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত