রবিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে মতবিনিময় সভা
রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে মতবিনিময় সভা
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি জেলার রাজস্থলীতে কাপ্তাই ২৩ ইস্ট বেঙ্গল কাপ্তাই জোনের উদ্যোগে রাজস্থলী সাব জোনের সহযোগিতায় ক্যাম্প প্রাঙ্গনে স্থানীয় নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার ১৯ সেপ্টেম্বর সকাল ১১ টায় রাজস্থলী আর্মি ক্যাম্পে অনুষ্ঠিত মত বিনিময় সভায় কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক পিএসসি, সভাপতিত্বে এসময় নবাগত জোন কমান্ডার (৫৬ ইস্ট বেঙ্গল) লেঃ কর্নেল আনোয়ার জাহিদ পিএসসি, রাজস্থলী সাবজোন কমান্ডার মেজর মঞ্জুর, ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ কবির, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ ছাদেক, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু ছালেহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা, রাজস্থলী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা,হেডম্যান উথিনসিন মারমা,রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, সাংবাদিক হারাধন কর্মকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি অংসুইচিং মারমা বিজয়, রাজস্থলী বাজার পরিচালনা কমিটির সভাপতি শেখ আহমদ, সাংগঠনিক সম্পাদক ধনরাম কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন । মত বিনিময় সভায় জোন অধিনায়ক লেঃ কর্ণেল মিজানুল হক, পিএসসি, বলেন , ২৩ বেঙ্গলের সাথে আপনারা যে ভাবে সহযোগিতা করেছিলেন একই ভাবে ৫৬ বেঙ্গলকে সহযোগিতা করে আসবেন।
এসময় তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলে সন্ত্রাসীদের প্রতিরোধ করতে হবে, না হলে উন্নয়ন বাধাগ্রস্ত পরিনত হবে। চাঁদাবাজী অস্ত্রের ব্যাপক পরিস্থিতি যে খানে হোক না কেন তাদের এলাকা ছেড়ে চলে যেতে হবে। বিগত আমলে রাজস্থলী একটা শান্তিপ্রিয় এলাকা পরিচিত। অসাধু কিছু স্বার্থন্বেষী মহল পাহাড়ে অস্থিশীল পরিণত করতে চাই। এদের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। না হলে এ পার্বত্য অঞ্চলে শান্তি সমৃদ্ধি পরিবেশ বয়ে আনবেনা বলে জানান।





জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
রাঙামাটির কাউখালীতে পিসিজেএসএস ও ইউপিডিএফ এর মধ্যে ভয়াবহ সংঘর্ষ : নিহত-১
বেতবুনিয়ায় সিএনজি কাভারভ্যান মুখোমুখি সংঘর্ষ নিহত -১
রাঙামাটি জেলা পরিষদে ২৫ নভেম্বর কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে