শুক্রবার ● ২৯ অক্টোবর ২০২১
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাট পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা
ঘোড়াঘাট পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী কর্মশালা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮শে অক্টোবর) সকাল ১০টায় উপজেলা ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় সেমিনার কক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
শুক্রবার ২৯ অক্টোবর সাড়ে ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক খালেক মোহাম্মদ জাকী, জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন (বিপিএম, পিপিএম বার), অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) মমিনুল করিম, হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফ-আল রাজীব, উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির কর্মশালা পরিদশন করেন। এ সময় পরিদর্শনকারী টিম ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণে কি জানলেন এবং কোন সমস্যা থাকলে তার প্রশ্নোত্তর পর্ব সম্পন্ন করেন।
শেষে উপজেলা নির্বাহী রাফিউল আলমের সভাপতিত্বে ও রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার শাহিনুর ইসলাম প্রামানিকের সঞ্চালনায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে মেয়র, সাধারণ কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীদের সাথে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ অন্যান্য পরিদর্শনকারী টিম আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা করেন।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন অফিসার সাহাতাম উদ্দিন, ঘোড়াঘাট পৌরসভা সাধারণ নির্বাচনের রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার শাহিনুর ইসলাম প্রামানিক, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার শাহজাহান মানিক, হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসার শফিকুর আকন্দ, বিরল উপজেলা নির্বাচন অফিসার কুদ্দুস সরকার, বীরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আঁখি সরকার। অনুষ্ঠিত প্রশিক্ষণে ৯ জন প্রিজাইডিং অফিসার ও ৭৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার সহ ১৪৮ জন পোলিং অফিসার ২ দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণ করেন। আগামী ২ রা নভেম্বর ইভিএম পদ্ধতিতে ঘোড়াঘাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।





সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে : বিএফইউজে সভাপতি
পার্বতীপুরে শরিফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
পার্বতীপুরে প্রার্থী পরিবর্তনের দাবিতে মহা সড়ক অবরোধ
পার্বতীপুরে প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান
দিনাজপুর-৫ আসনে বিএনপি মনোনয়ন পরিবর্তন না করলে আন্দোলনের ডাক
মিথ্যা সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন
রেলওয়ে রানিংস্টাফদের ৯ম পে স্কেল এর দাবিতে আন্দোলনের হুমকি
ভূমিকম্পের আতঙ্কে পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা
পার্বতীপুর প্রেসক্লাবের তফশিল ঘোষণা : ভোট গ্রহণ ৯ ডিসেম্বর
পার্বতীপুরে মোকছেদুল আলম এর বিরুদ্ধে মানববন্ধন