বৃহস্পতিবার ● ৬ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি পৌরসভার কাটাছড়ি এলাকায় দুর্ঘটনায় পতিত হওয়া ট্রাকটি ৫ দিনেও কেউ উদ্ধার করেনি
রাঙামাটি পৌরসভার কাটাছড়ি এলাকায় দুর্ঘটনায় পতিত হওয়া ট্রাকটি ৫ দিনেও কেউ উদ্ধার করেনি
নির্মল বড়ুয়া মিলন :: গত ২ জানুয়ারি রবিবার সন্ধ্যা সাড়ের ৬টার দিকে রাঙামাটি পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের কাটাছড়ি ভাবনা কেন্দ্র সংলগ্ন উলুছড়ি উপগুপ্ত বনবিহার এলাকায় নির্মান সামগ্রী নিয়ে যাওয়ার পথে কাঁচা রাস্তার মাটি ভেঙ্গে চট্ট মেট্রো- ট- ১১-১৭৩৩ নাম্বারের ৫ টন ওজনের ট্রাকটি ইট, বালি ও খোয়া বোঝাই অবস্থায় প্রায় ৫শত ফুট নীচে দুমড়ে-মুছড়ে ট্রাকটি ২ খন্ড হয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাক চালক মো. রাশেদ (৩৭) মৃত্যু বরণ করে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেন নানিয়ারচর উপজেলার এবং রাঙামাটি জেলা মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত শ্রমিক নেতা মো. ইউসুফ আলি। তিনি জানান, দুর্ঘটনায় মৃত্যু বরণকারী ট্রাক চালক মো. রাশেদ এর বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাটের গাবতলীতে। ৩ জানুয়ারি সোমবার দুপুরে মৃত্ ট্রাক চালক মো. রাশেদ এর গ্রামের বাড়িতে তার লাশ দাফন করা করা হয়।
চট্ট মেট্রো- ট- ১১-১৭৩৩ নাম্বারের ট্রাকটি এখনো সন্ধান মিলেনি বলে জানান, রাঙামাটি জেলা মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সদস্য মো. ইউসুফ আলি।
খোজ নিয়ে জানা গেছে, চট্ট মেট্রো- ট- ১১-১৭৩৩ নাম্বারে ট্রাকটির মালিকের বাড়িও চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাটের গাবতলী এলাকায়, তবে মালিকের নাম জানা যায়নি।
আজ বৃহস্পতিবার ঘটনার ৫ দিন অতিবহিত হল।
দুর্ঘটনায় পতিত হওয়া ট্রাকটি কেউ উদ্ধার করেনি।
স্থানীয়দের অভিযোগ ৫ দিনেও স্থানীয় প্রশাসনের কেউ ঘটনাস্থলে আসেনি।
এ ব্যাপারে জানতে রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন তার মুঠোফোন রিসিভ না করায় পুলিশের বক্তব্য জানা যায়নি।





পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উত্তর কমিটি গঠন
অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
কাউখালীর দুর্গম এলাকায় ইউপিডিএফের বাধা সত্ত্বেও সেনাবাহিনীর মানবিক কার্যক্রম সম্পন্ন
আট সংগঠনের স্মারকলিপি : রাঙামাটিতে জনসংখ্যানুপাতে প্রাথমিক শিক্ষক নিয়োগে জেলা পরিষদকে ২৪ ঘন্টার আল্টিমেটাম
কাপ্তাইয়ে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা
চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে অবস্থানকারীদের সাথে কোনো জোট নয় রাঙামাটিতে হাসনাত আব্দুল্লাহ