সোমবার ● ৩১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেননি হাওয়ারুন নেছা
বিশ্বনাথে আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেননি হাওয়ারুন নেছা
বিশ্বনাথ প্রতিনিধি :: ভোটাধিকার প্রায়োগ করতে নাতির কোলে করে সকাল ১০টায় নিজ ভোট কেন্দ্রে আসেন ৮১ বছর বয়সি হাওয়ারুন নেছা।
কিন্তু ইভিএম পদ্ধতির ভোটে আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেননি তিনি। কয়েকবার চেষ্টার পরও ভোট দিতে না পেয়ে ফিরে যান তিনি।
হাওয়ারুন বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে এলাহাবাদ আলিম মাদরাসা কেন্দ্রের ভোটার ও স্থানীয় তেলিকোনা গ্রামের বাসিন্দা।
তিনি এ প্রতিবেদককে আক্ষেপ করে বলেন, গেল ইউনিয়ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছিলাম। এবার আর ভোটটা দিতে পারলাম না।
একই কেন্দ্রে এ কারণে ভোট দিতে পারেননি মদরিছ আলী নামের সত্তরোর্ধ্ব আরও এক ভোটার। তিনি জানান, ‘কতো ভোট দিয়েছি। কিন্তু কোন দিন এমনটি হয় নাই।
সরেজমিন বিভিন্ন ভোট সেন্টার ঘুরে দেখা যায়, কেবল এ দু’জনই নয়, প্রায় প্রত্যেক কেন্দ্রেই একাধিক ভোটার ভোট দিতে পারেননি আঙুলের ছাপ না মেলায়।
অনেকবার চেষ্টা করার পরও মিলেনি অনেকের অঙুলের ছাপ। বিশেষ করে বয়োবৃদ্ধ ও শ্রমজীবি ভোটারদের ভোট না দিয়ে হতাশ হয়ে ফিরে যেতে দেখা যায়।
প্রিজাইডিং কর্মকর্তারা জানান, আঙুলের ছাপের মাধ্যমে ভোটার পরিচিতি নিশ্চিত করা হয়। যাদের ক্ষেত্রে আঙুলের ছাপ মিলে না, তাদের বেলায় একাধিক বার চেষ্টা করা হয়। কয়েকবার চেষ্টার পর অনেকের মিলে আবার অনেকের মিলে না।
উল্লেখ্য, ৬ষ্ট ধাপে সোমবার সকাল ৮টা থেকে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ও লামাকাজি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার প্রথম বারের মতো উপজেলার ওই দুই ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়েছে।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন