রবিবার ● ৪ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিএইচটিনিউজ৭১.কম’র অফিস উদ্বোধন
সিএইচটিনিউজ৭১.কম’র অফিস উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার :: সত্য ও বস্তুনির্ভর সংবাদ প্রচারের প্রত্যয়ে সদ্য প্রকাশিত পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল সিএইচটিনিউজ৭১.কম’র অফিস আজ রাঙামাটি শহরের কাটা পাহাড় লেইন এ শুভ উদ্বোধন করা হয়েছে ৷ ক্ষুদ্র পরিসরে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবিবার ৪ অক্টোবর সন্ধ্যার দিকে অনেকটা অনানুষ্ঠানিক ভাবে ৷
অনানুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে অনুপ্রেরণা যোগাতে এসেছিলেন শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গরা ৷
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) এর সহসভাপতি,বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক, রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও সিএইচটিমিডিয়া টুয়েন্টিফোর ডটকম’র প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক নির্মল বড়ুয়া মিলন, রাঙামাটি অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক ও ঠিকাদার মোঃ কামাল উদ্দিন, শিক্ষক তপন কান্তি বড়ুয়া, দৈনিক রাঙামাটি’র ব্যবস্থাপনা পরিচালক বেগম সুফিয়া কামাল জিমি, জনপ্রতিনিধি রাঙামাটি পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রবিউল আলম রবি, রাঙামাটি জেলা শাখার প্রজন্মলীগের সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান প্রমুখ ৷ উপস্থিত সকলে সিএইচটিনিউজ৭১.কম’কে শুভ কামনা জানান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ৷
এসময় সিএইচটিনিউজ৭১.কম’র নির্বাহী সম্পাদক মোঃ মহিউদ্দিন মহিম এর নান্দনিক সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান কালে রাঙামাটি অনলাইন প্রেসক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন বলেন, বর্তমানে অনলাইনভিত্তিক সংবাদপত্রের গুরুত্ব ব্যাপক ৷ অনলাইনের মাধ্যমে যেকোনো একটি সমাজের পরিবেশ পরিস্থিতি ও ঘটনাবলী মুহুর্তের মধ্যে দেশের সর্বস্তরের জনগণের নিকট তথা বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছে দেয়া যায় ৷ ফলে মানুষ ঘরে বসে ক্লিকের মাধ্যমেই তথ্য সংগ্রহ করতে পারছে এবং দেশ-বিদেশের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে অবগত হতে পারছে ৷ সচেতন সমাজ বিনির্মাণে অনলাইন সংবাদপত্রের ভূমিকা অপরিসীম ৷ এ সময় তিনি সিএইচটিনিউজ৭১.কম’র প্যানেল সদস্যদের সুপারামর্শ প্রদান করেন এছাড়া প্রয়োজনীয় সহযোগিতা প্রদান পূর্বক অনুপ্রাণিত করেন ৷
এসময় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন রাঙামাটি পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রবিউল আলম রবি ৷ তিনি এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এটি নিঃসন্দেহে একটি মহতী উদ্যোগ; মহত্ চিন্তা-চেতনার বহিঃপ্রকাশ ৷ এ মহত্ কাজে আমার অনুপ্রেরণা সবসময় ছিলো, আছে, থাকবে ৷ এসময় তিনি এ কাজে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন ৷
সর্বশেষ উপস্থিতিতে এ অনুষ্ঠানকে আলোকিত করেন রাঙামাটি সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক অনির্বাণ বড়ুয়া ৷ তিনি সিএইচটিনিউজ৭১.কম’র প্যানেল এর এই প্রয়াসকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সংবাদপত্র জাতির দর্পণ ৷ জাতির উন্নয়নে ও সচেতন নাগরিক সৃষ্টিতে সংবাদপত্রের ভূমিকা চিরসমুজ্জ্বল-চিরভাস্বর ৷ সংবাদকর্মীদের ত্যাগ, শ্রম ও আত্মনিবেদনের কথা স্বীকার করে তিনি আরো বলেন, জীবন-সমাজ-দেশ তথা জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতে সংবাদকর্মীরা যে ত্যাগী ও বলিষ্ঠ ভূমিকা পালন করছে তা অনস্বীকার্য ৷ আমি সবসময়, সব অবস্থায় এই ত্যাগী ও বলিষ্ঠ কর্মীদের সম্মান করি ৷
অনুষ্ঠানের শুরুতে সিএইচটিনিউজ৭১.কম প্যানেল এর পক্ষে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র স্থায়ী সদস্য ও সিএইচটিনিউজ৭১.কম এর বার্তা সম্পাদক সুমন চৌধুরী, সম্পাদক বিটু বড়ুয়া ও উপদেষ্টা সম্পাদক বিকাশ বড়ুয়া ৷
স্বল্প পরিসরে অনানুষ্ঠানিক আয়োজন শেষে অতিথিরা আয়োজকসহ পরস্পরের সাথে কুশলাধী বিনিময় করেন ও সিএইচটিনিউজ৭১.কম প্যানেল এর পক্ষ থেকে অতিথিদের মাঝে মিষ্টি বিতরন করেন ৷ আপলোড : ৪ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১১.১১মিঃ





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন