মঙ্গলবার ● ১০ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » জাতীয় » বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেসে ২৫ সদস্য কেন্দ্রীয় কমিটি
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেসে ২৫ সদস্য কেন্দ্রীয় কমিটি
![]()
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেসের সমাপ্তি অধিবেশনে ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ও জননেতা সাইফুল হক সাধারণ সম্পাদক হিসাবে পুননির্বাচিত হয়েছেন। একইসাথে সাত সদস্যবিশিষ্ট রাজনৈতিক পরিষদ ও ১৪ জন কেন্দ্রীয় সংগঠকও নির্বাচিত করা হয়েছে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস গতকাল ৮ জানুয়ারি সমাপ্ত হয়েছে। গত ৬ জানুয়ারী উদ্বোধনী সমাবেশ, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই কংগ্রেস শুরু হয়েছিল।
নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি,রাজনৈতিক পরিষদ ও কেন্দ্রীয় সংগঠকরা হচ্ছে : পূর্ণাঙ্গ সদস্য
সাইফুল হক, বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু , আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, শহীদুল আলম নান্নু , এপোলো জামালী, রাশিদা বেগম, সিকদার হারুন মাহমুদ, ফিরোজ আহমেদ,সজীব সরকার রতন ১৪। মোজাম্মেল হোসেন, নজরুল ইসলাম শাহজাহান, স্নিগ্ধা সুলতানা ইভা, সাইফুল ইসলাম, নির্মল বড়ুয়া মিলন, কামরুজ্জামান ফিরোজ, অরবিন্দু বেপারি বিন্দু , শহীদুজ্জামান লাল মিয়া ও শেখ মোহাম্মদ শিমুল। এবং বিকল্প সদস্য শাহীন আলম ও মীর রেজাউল আলম ।
রাজনৈতিক পরিষদের সদস্য : সাইফুল হক, বহ্নিশিখা জামালী,আকবর খান,আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক ও মাহমুদ হোসেন।
কেন্দ্রীয় সংগঠকবৃন্দ : রহিমা খাতুন, আবু লাহাব লাইসুদ্দিন, জুঁই চাকমা, আকরাম হোসেন, ইমরান হোসেন, ডা. মনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, নাসির হোসেন, মুক্তা ইসলাম, নীলুফার ইয়াসমিন, প্রদীপ রায়,সাবিনা ইয়াসমিন, ডা. মুনসুর রহমান ও আইয়ুব আলী।
কংগ্রেসে সংশোধনী- সংযোজনীসহ রাজনৈতিক প্রস্তাব, পার্টির গঠনতন্ত্র, কর্মসূচি, কেন্দ্রীয় গাইড লাইন গ্রহণ করা হয়।
কংগ্রেসে পার্টির আয়- ব্যয়ের হিসাবও দাখিল করা হয়।
সমাপনি অধিবেশনে সভাপতিত্ব করেন পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক।
আন্তর্জাতিক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে দশম কংগ্রেসের সমাপ্তি টানা হয়।





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা