মঙ্গলবার ● ৮ আগস্ট ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » টানা বর্ষণে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ সহায়তা
টানা বর্ষণে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ সহায়তা
রাঙামাটি :: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি সেক্টর সদর দপ্তরের উদ্যোগে গত কয়েকদিনের টানা বর্ষণে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হেেয়ছে।
মঙ্গলবার ৮ আগস্ট বিকেল ৪টায় বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায় হয়ে পরা ৩০টি পরিবারের সদস্যদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন রাঙামাটি সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল মো. আনোয়ার লতিফ খান, বিপিএম (বার), পিএসসি।
এসময় রাঙামাটি সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক মেজর মো. শহীদুল ইসলাম, পিএসসিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সেক্টর কমান্ডার কর্ণেল মো. আনোয়ার লতিফ খান, বিপিএম (বার), পিএসসি বলেন, টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে রাঙামাটি সেক্টর সদর দপ্তরের পক্ষ থেকে ৩০টি পরিবারের মঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও এ সেক্টরের আওতাধীন অন্যান্য ব্যাটালিয়ন গুলোতেও এ কার্যক্রম চলমান রয়েছে। আগামীতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য ত্রাণ সামগ্রীর মধ্যে প্রত্যেকটি পরিবারকে (৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি আলু ও ১লিটার সয়াবিন তেল) বিতরণ করা হয়েছে।
রাঙামাটিতে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মদিন পালন
রাঙামাটি :: বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মদিন উপলক্ষ্যে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মহিলা আওয়ামিলীগ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি।
সাবেক সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজা বেগম চিনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহিতা দেওয়ানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য ঝণ্যা খীসা, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক লেখিকা চাকমা ও জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জাব্বার সুজন।
এসময় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাওয়াল উদ্দিন, মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তারসহ জেলা মহিলা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জীবনী নিয়ে আলোচনা করেন।





জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
রাঙামাটির কাউখালীতে পিসিজেএসএস ও ইউপিডিএফ এর মধ্যে ভয়াবহ সংঘর্ষ : নিহত-১
বেতবুনিয়ায় সিএনজি কাভারভ্যান মুখোমুখি সংঘর্ষ নিহত -১
রাঙামাটি জেলা পরিষদে ২৫ নভেম্বর কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে