বুধবার ● ৪ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই প্রজেক্ট এলাকায় অর্ধগলিত লাশ উদ্ধার
কাপ্তাই প্রজেক্ট এলাকায় অর্ধগলিত লাশ উদ্ধার
কাপ্তাই প্রতিনিধি :: কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র অভ্যন্তরের ফুলবাগান এলাকার জঙ্গলের মধ্যে গাছের নিচে একব্যক্তির অর্ধগলিত লাশ পাওয়া গেছে । মঙ্গলবার ৩ অক্টোবর বেলা ১০ টার পর লাশটি পাওয়া যায় বলে জানান কাপ্তাই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মঈন উদ্দিন। তিন জানান, উদ্ধারকৃত লাশটি মোঃ জাফরের (৪৫)। তার পিতার নাম মোঃ সিদ্দিক। তার বাড়ি ভোলা জেলায় হলেও তিনি কাপ্তাই প্রজেক্ট এলাকার নিউ মার্কেট বাজারে একা বসবাস করতেন। সে গাছ কাটার কাজ করতো। মৃত জাফরের সাথে কাজ করা সঙ্গী এবং তার আত্মীয় স্বজনরা জানান, গত ১৬ -১৭ দিন ধরে জাফরের কোন খবর পাওয়া যাচ্ছিল না। ইউপি সদস্য মঈন উদ্দিন আরও জানান, জাফরের সাথে কাজ করা কবির নামে একব্যক্তির সাথ যোগাযোগ করলে সে জানায়, প্রায় তিনমাস ধরে তিনি গাছ কাটে না, প্রকৃতপক্ষে কবির গত ২০ দিন আগেও গাছ কেটেছে। কবিরের কাছ থেকে জাফর শেষ কখন গাছ কেটেছে সেই লোকেশানের খবর নিয়ে গ্রাম পুলিশ এবং এলাকাবাসীকে নিয়ে ফুলবাগান এলাকায় গিয়ে দেখতে পাই, গাছের নীচে একটি লাশ চাপা পড়ে আছে। লাশটির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন। পরে পিডিবি কর্তৃপক্ষ এবং পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। ইউপি সদস্য মঈন এবং এলাকাবাসীর ধারনা, এটা পরিকল্পিত হত্যাকান্ড। কাপ্তাই পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান জানান, লাশ পাওয়ার খবর পেয়ে আমরা বেলা ১২ টার দিকে পুলিশ ফোর্স সহ ওই এলাকায় গিয়ে লাশটি উদ্ধার করি। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশটি রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
তিনি বলেন, ময়নাতদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবিষয়ে কিছু বলা যাবে না।
উদ্ধারকৃত মোঃ জাফরের লাশটি ৪ অক্টোবর রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।





রাঙামাটি নবাগত জেলা প্রশাসকের সাংবাদিকদের সাথে মতবিনিময়
রাঙামাটিতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
চুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫ শুরু
রাবিপ্রবি সাংবাদিক সমিতির ২য় কার্যনির্বাহী পরিষদ গঠন সম্পন্ন
সংকট নিরসনে জেলা পরিষদকে উদ্যোগ নেয়ার আহবান নাগরিক পরিষদের, হরতালে সমর্থন
কাউখালীর আওয়ামীলীগের ৫ নেতা আটক : জামিন নামন্জুর জেলহাজতে প্রেরণ