বুধবার ● ৮ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে মেছোবাঘ আটক : বন বিভাগে হস্তান্তর
বিশ্বনাথে মেছোবাঘ আটক : বন বিভাগে হস্তান্তর
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ফাঁদ পেতে মেছোবাঘ আটক করেছেন এক মৎস্য চাষি। তিনি পৌরসভার সুড়িরখাল গ্রামে নিজ মৎস্য খামার থেকে এটিকে আটক করেন চাষি সুয়েব আহমদ।
মঙ্গলবার ভোরে খামারের পুকুর পাড়ে তার পাতা ফাঁদে আটকা পড়ে প্রায় তিন ফুট লম্বা ও দুই ফুট উচ্চতার এই মেছোবাঘটি। খামারের মাছ কমে যাওয়ায় ও পুকুর পাড়ে মাছের কাঁটা দেখে, এর আগের রাতে ওই ফাঁদ পেতে ছিলেন তিনি।
খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ বাঘটি উদ্ধার করে, সিলেট বনবিভাগকে অবগত করে। পরে বিকাল ৩টায় বন বিভাগের লোকজনের কাছে এটি হস্তান্তর করা হয়।
সুয়েব আহমদ জানান, খামারের পাড়ে প্রায়ই মাছের কাটা পড়ে থাকতো। দিনে দিনে কমছিল মাছের সংখ্যা। এছাড়া গ্রামের অনেকের হাঁস-মোরগেরও হদিস মিলছেনা কয়দিন থেকে।
কিছুদিন পূর্বে এ বাঘটিকে তাড়া করে ছিলেন গ্রামবাসি। গত রাতে আমি আমার খামারের পাড়ে মোরগের নাড়িভুরি দিয়ে একটি লোহার ফাঁদ পেতে রাখি। ভোরে গিয়ে দেখি খাঁচাবন্দী হয়েছে মোছোবাঘ।
সিলেট বন বিভাগের পিএম বারিন্দ্র কর বলেন, আটককৃত মেছোবাঘটি আমরা উদ্ধার করে সিলেট খাদিম পাহাড়ে অবমুক্ত করবো বলে তিনি জানান।





ঝালকাঠিতে ওসমান হাদীকে গুলির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
পার্বতীপুরে শরিফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ঢাকায় পানাম গ্রুপের আনন্দ উৎসব
ওসমান হাদীর উপর গুলিবর্ষণের ঘটনা গুরুতর অশনিসংকেত
মাদ্রাসার বার্ষিক মাহফিলে একদিনে এক কোটি টাকা দান
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি