মঙ্গলবার ● ২৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » বনভান্তে’র পূণ্যস্মৃতি স্মরণে পঞ্চশীলের মাহাত্ম্য বইয়ের মোড়ক উন্মোচন
বনভান্তে’র পূণ্যস্মৃতি স্মরণে পঞ্চশীলের মাহাত্ম্য বইয়ের মোড়ক উন্মোচন
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :: বুদ্ধ শাসন উন্নয়ন উপাসক উপাসিকা পরিষদের আয়োজনে ২৫ ডিসেম্বর সোমবার চট্টগ্রাম জেলার ফটিকছড়ি নানুপুর গৌতম বিহারে কোঠেরপাড় ত্রিরত্নাংকুর বিহার অধ্যক্ষ ভদন্ত সুগতপ্রিয় মহাথেরো মহোদয়ের সভাপতিত্বে “পঞ্চশীলের মাহাত্ম্য” গ্রন্থের প্রকাশনা উৎসব ২০২৩ উপলক্ষেই বুদ্ধ প্রতিভিম্বদান অষ্টপরিষ্কারসহ সংঘদান ও সম্মাননা প্রদান ও একক সদ্বর্মদেশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক ছিলেন নানুপুর গৌতম বিহার অধ্যক্ষ ভদন্ত শান্তরক্ষিত মহাথেরো, মূখ্য আলোচক ছিলেন চন্দ্রাখীল শান্তিধাম বিহার অধ্যক্ষ ভদন্ত সুমনজোতি থেরো, বিশেষ দেশক ছিলেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডল এর প্রকল্প সম্পাদক ভদন্ত বিজয়ানন্দ থেরো, জানারখীল জ্ঞানরত্ন বিহার অধ্যক্ষ ভদন্ত প্রিয়বোধি থেরো, হারুয়ালছড়ি বৌদ্ধ জেতবন বিহার অধ্যক্ষ ভদন্ত বোধিশ্রী ভিক্ষু ।
উক্ত অনুষ্ঠানের উদ্ধোধক ছিলেন বুদ্ধ শাসন উন্নয়ন উপাসক উপাসিকা পরিষদের সভাপতি উচ্ছাস বড়ুয়া, স্বাগত বক্তব্য রাখেন বুদ্ধ শাসন উন্নয়ন উপাসক উপাসিকা পরিষদের সহ সম্পাদক বিধান বড়ুয়া।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন লায়ন সুমল বড়ুয়া, ফটিকছড়ি সম্মীলিত বৌদ্ধ সমাজ এর সহ সভাপতি লায়ন নিপু বড়ুয়া, ফটিকছড়ি সম্মীলিত বৌদ্ধ সমাজ এর মহাসচিব লায়ন ধনন্জয় বড়ুয়া (রুবেল), লায়ন ছোটন বড়ুয়া ও জয়দেব বড়ুয়া।
একদল তারুণ্যের শক্তির সেবার সংগঠন বুদ্ধ শাসন উন্নয়ন উপাসক উপাসিকা পরিষদের উদোগে “পঞ্চশীলের মাহাত্ম্য” গ্রন্থের প্রকাশনা উৎসব ২০২৩ উপলক্ষেই বুদ্ধ প্রতিভিম্বদান অষ্টপরিষ্কারসহ সংঘদান ও সম্মাননা প্রদান ও একক সদ্বর্মদেশনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্টু বিকাশ বড়ুয়া।
খুবই চমৎকার একটা আয়োজনে ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে শত শত মানুষের উপস্থিতে একটি প্রানবন্ত মহান পুন্যময় অনুষ্ঠান সুসম্পন্ন হয়।