বৃহস্পতিবার ● ৪ জুলাই ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে তিন নারী পাচারকারীকে জেল হাজতে প্রেরন
রাঙামাটিতে তিন নারী পাচারকারীকে জেল হাজতে প্রেরন
স্টাফ রিপোর্টার :: পার্বত্য চট্টগ্রাম থেকে নারী পাচারের অভিযোগে পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে বাঘাইছড়ি থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো : (১)সজীব চাকমা,(২)মামিয়া চাকমা (৩) জেসি চাকমা। গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরন করে।
বুধবার (৩ জুলাই) রাতে ঢাকায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সহায়তায় ঢাকার উত্তরা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
পরে আজ দুপুরে গ্রেফতারকৃতদের রাঙামাটি চীফ জুডিশিয়াল আদালতে তোলা হলে আমলী আদালত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট কাউসার পারভীন,আদালতে তোলা হয় পরে গ্রেফতারকৃতদের কারাগারে প্রেরণ করার আদেশ দেন
বাঘাইছড়ি থানার ওসি ইসতিয়াক আহমেদ এবং ওসি (তদন্ত) দৌসত মোহাম্মদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকার উত্তরার একটি বাসা থেকে পাচার চক্রের তিন সদস্য গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।
পুলিশ সূত্র জানায়, গত ১৯ জুন বাঘাইছড়ির কলেজ পড়ুয়া ছাত্রী প্রজ্ঞা চাকমাকে (১৭) রাঙামাটি শহর থেকে চীনে পাচারের উদ্দেশ্যে অপহরণ করে চক্রটি। পরে নিখোঁজ ডায়েরি করে ভুক্তভোগীর বাবা। ২৬ জুন ঢাকা থেকে এই কলেজ ছাত্রীকে উদ্ধার করা হলে ২৭ জুন রাঙামাটির বাঘাইছড়ি থানায় মামলা করে ওই কলেজ ছাত্রী।
মামলার পরই বাঘাইছড়ি থানার ওসি (তদন্ত) দৌসত মোহাম্মদ এবং এসআই মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ঢাকায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সহায়তায় ঢাকার উত্তরায় অভিযানে যায়।
এ অভিযানে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ৪ জুলাই-২০২৪ সকালে তাদের রাঙামাটির আদালতে নিয়ে আসা হয়েছে।





চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
আলীকদম প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগের পাহাড়
রানীরহাটে আলফা ইসলামী লাইফ ইনসুরেন্স কোঃ ট্রেনিং প্রোগ্রাম
জুরাছড়িতে অসহায়দের মাঝে ৪১ বিজিবি’র শীতবস্ত্র বিতরণ
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার