শনিবার ● ৩ আগস্ট ২০২৪
প্রথম পাতা » সকল বিভাগ » শিক্ষার্থীদের হত্যা ও গ্রেফতারের প্রতিবাদে নবীগঞ্জ শহরে শিক্ষার্থীর মিছিল
শিক্ষার্থীদের হত্যা ও গ্রেফতারের প্রতিবাদে নবীগঞ্জ শহরে শিক্ষার্থীর মিছিল
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধি :: দেশে গনহারে শিক্ষার্থীদের হত্যা ও গ্রেফতারের প্রতিবাদে গণমিছিল করেছে নবীগঞ্জের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনতা। সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে গতকাল শুক্রবার বেলা আড়াইটা থেকে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে এ কর্মসূচী পালন করা হয়েছে। এসময় প্রায় দেড় ঘন্টাব্যাপী প্রধান সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে। তবে মিছিল শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।
গত ২ রা আগষ্ট শুক্রবার জুমআর নামাজের পর থেকেই শহরের মধ্যবাজারস্থ জে.কে মডেল উচ্চ বিদ্যালয়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। ৩টার দিকে জে.কে স্কুল থেকে মিছিল নিয়ে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শহরের গাজির টেক পয়েন্টে প্রায় ১ ঘন্টা অবস্থান করেন তারা। বিকাল ৪টার দিকে শিক্ষার্থীরা মিছিল শেষ করে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
গণমিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। এসময় ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘আমার ভাই মরলো কেন? জবাব চাই জবাব চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দালালি না রাজপথ?, রাজপথ রাজপথ’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’-সহ বিভিন্ন স্লোগান দেন তারা। শিক্ষার্থীরা জানান, সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবিতে এ গণমিছিল ও প্রতিবাদ সভা।
তারা আরও জানান, ৯ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কেরা যখন যে কর্মসূচি ঘোষণা করেন, তারা সেই কর্মসূচি পালন করবেন।
বিক্ষোভ চলাকালে শহরের গাজির টেক পয়েন্টে নবীগঞ্জ থানার ওসি মোঃ মাসুক আলীসহ বিপুল পরিমাণ পুলিশ সতর্ক অবস্থানে ছিলো। ওসি বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মিছিল করেছে। কোন ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।





বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ইউএনও’র উদ্যোগে ঈশ্বরগঞ্জে ১৪০ স্কুলে বার্ষিক পরীক্ষা সম্পন্ন
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন সাদি উর রহিম
ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে শের-ই বাংলা ফজলুল হক কলেজ চ্যাম্পিয়ন
আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের কোন বিকল্প নেই
যমুনা অভিমুখী বামপন্থীদের মিছিলে পুলিশী হামলা ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা
আমার বাবার হত্যাকারী হচ্ছে আওয়ামীলীগ নবীগঞ্জে রেজা কিবরিয়া
ঈশ্বরগঞ্জে মাইকিং করে প্রাথমিক বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত
ডিসি ও ইউএনওকে রিটার্নি কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না