শনিবার ● ৩ আগস্ট ২০২৪
প্রথম পাতা » পরবাস » বিশিষ্ট কমিউনিটি নেতা মনোজ্জির আলির মৃত্যুতে শোক সভা
বিশিষ্ট কমিউনিটি নেতা মনোজ্জির আলির মৃত্যুতে শোক সভা
লন্ডন :: গত বৃহশপতিবার ১ আগষ্ট সন্ধ্যা সাড়ে সাতটায় সানরাইজ-স্পেকট্রাম বাংলা রেডিওর আয়োজনে জিএসসি অফিসে কমিউনিটি নেতা মরহুম মনোজ্জির আলির স্মরনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রেডিও পাট্রন ও ফ্রেন্ডস অব নাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের ভাইস চেয়ারম্যান মানিক মিয়ার সভাপতিত্বে ও মিডিয়া বাক্তিত্ব মিছবাহ জামালের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন মরহুমের দীর্ঘদিনের সহকর্মী বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম খান, হার্ট ফাউন্ডেশন ইউকে ও গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিলের ভাইস চেয়ারমান মোহাম্মদ ইছবাহ উদ্দিন।
সভার শুরুতে তেলাওয়াত করেন হার্ট ফাউন্ডেশন হসপিটাল ইউকে কমিটির ডোনার মেম্বার আশরাফ চৌধুরী জাহান মিয়া, ও দোয়া পরিচালনা করেন এক্সিকিউটিভ মেম্বার শেখ ফারুক আহমেদ। তারপর মরহুমের রুহের প্রতি মাগফেরাত কামনা করে ভার্চুয়ালে অংশ নেন এফএনএইচএফএস ও চানেল এস চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, ও ইউকে কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মহিব চৌধুরী, ডা: আলাউদ্দিন আহমেদ, এবং সিলেট ডায়াবেটিক হসপিটালের জেনারেল সেক্রেটারি বিশিষ্ট রাজনীতিবিদ লোকমান আহমেদ। অনেক বক্তা তার কর্মময় জীবনের স্মৃতি চারন করেন তাদের মধ্যে জিএসসি ও হার্ট ফাউন্ডেশন সিলেটের পক্ষে, পার্মানেন্ট ডোনার মেম্বার মোহাম্মদ আবুল মিয়া, ইসি মেম্বার ও জিএসসির সাউথ ইষ্টের ট্রেজারার সুফি সোহেল আহমেদ, ইসি মেম্বার মতিউর রহমান খোকন, ইসি মেম্বার ও রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট প্রেসিডেন্ট মোহাম্মদ অহিদ উদ্দিন, হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে কমিটির মেম্বার ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের এসিসটেন্ট সেক্রেটারী রেজাউল করিম মৃধা, কমিউনিটি নেতা মোহাম্মদ নুর বকস, মোহাম্মদ মহিউদ্দিন ফয়েজ, ফারুক মিয়া ও টিচার্স এসোসিয়েশনের মিসবাহ কামাল।
তাছাড়া পথিমধ্যে আটকে অনেকে অনুষ্ঠানে উপস্হিত না হতে পারায় টেলিফোনে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা হলেন এফএনএইচএফএসের প্রধান উপদেষ্টা এম শামসুদ্দিন, জেনারেল সেক্রেটারি মনসুর আহমদ খান, ইসি মেম্বার এনামুল মুনিম শামিম লোদী, মোঃ ওয়ারিছ আলী মুসলেহ উদ্দিন আহমেদ ও মোহাম্মদ কদর প্রমুখ।
সভায় বক্তৃতারা মরহুম মনোজ্জির আলির প্রতি শ্রদ্ধা স্মারক ও তার নিজ এলাকায় একটি সড়ক তার নামে করার প্রস্তাব বিয়ানিবাজার পৌর মেয়রসহ স্হানীয় প্রশাসনের প্রতি রাখার অনুরোধ জানান।