সোমবার ● ২৬ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে জন্মাষ্টমী উপলক্ষে র্যালি
কাউখালীতে জন্মাষ্টমী উপলক্ষে র্যালি
মো. ওমর ফারুক (রাঙামাটি) কাউখালী প্রতিনিধি :: রাঙামাটির কাউখালী উপজেলা সার্বজনীন শ্রী শ্রী গীতা মন্দির পরিচালনা কমিটির আয়োজনে জন্মাষ্টমী উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভা সোমবার বিকেল ৪ টায় কাউখালী বাজার শ্রী শ্রী গীতা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের ব্যবস্থাপনায় এক বর্নাঢ্য র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা প্রদক্ষিন করেন। পরে এক আলোচনা সভা কাউখালী বাজার সার্বজনীন শ্রী শ্রী গীতা মন্দিরে এক আলোচনা সভা মন্দির পরিচালনা কমিটির সভাপতি মিন্টু কান্তি দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলমপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যজাই মারমা, রাঙামাটি জেলা বিএনপির সহ -সভাপতি মো. মহি উদ্দিন, কাউখালী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, শ্রী শ্রী গীতা মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা মাষ্টার মিলন কান্তি দে, উপদেষ্টা মৃদুল কান্তি দাশ, উপদেষ্টা লক্ষ্মণ কুমার সেন, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল দাশ, মন্দির পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক সুজন চৌধুরী, কোষাধ্যক্ষ সুজন কুমার দে সহ সার্বজনীন শ্রী শ্রী গীতা মন্দির পরিচালনা কমিটির সকল সদস্য বৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীর সকল লোকজন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন স্বার্বভৌম দেশ। এখানে সকল সম্প্রদায়ের লোকজন মিলেমিশে বসবাস করে আসছেন। তা ছাড়া সকল সম্প্রদায়ের লোকজনের মধ্যে একটা সৌহার্দ্য পুর্ন পরিবেশ বিদ্যমান রয়েছে। আমাদের একে অপরের প্রতি আন্তরিক এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। আমরা সবাই যার যার ধর্ম স্বাধীনভাবে ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে চলেছি বলে সকলে তাদের বক্তব্যে এসব মতামত ব্যক্ত করেন।
পরে রাতে শ্রী শ্রী গীতা মন্দিরে ধর্মীয় আলোচনা সহ এক ধর্মীয় কীর্তন পরিচালনা করা হয়।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন