রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে বজ্রপাতে নিহত-১
নবীগঞ্জে বজ্রপাতে নিহত-১
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নে বজ্রপাতে হাওরে কাওসার মিয়া (২১) নামের এক যুবক নিহত হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর শনিবার গভীর রাতে মাছ ধরা অবস্থায় আকস্মিক বজ্রপাতে সে নিহত হন। কাওসার মিয়া উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের তাজুদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় কাওসার মিয়া তাহার বাড়ির পশ্চিমে যোগীডর হাওরে মাছ ধরতে যান। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় কাওসার মিয়াকে দেখতে পান পরে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নবীগঞ্জ থানায় খবর দিলে থানার ওসি মাসুক আলীর নির্দেশে থানার এস আই স্বপন চন্দ্র দাস ও সঙ্গীয় ফোর্স সহ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
এদিকে কাওসার মিয়ার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী।





নারী অধিকার আর মর্যাদার প্রশ্নে কোন আপোষ নেই
গাজীপুরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
আত্রাইয়ে ট্রাকচাপায় সেনা সদস্যের মৃত্যু
প্রাণীসম্পদ প্রদর্শনী মেলায় নেই আগের জৌলুস
রেলওয়ে রানিংস্টাফদের ৯ম পে স্কেল এর দাবিতে আন্দোলনের হুমকি
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী বিপজ্জনক কাজে টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
ঝালকাঠির নেছারাবাদে সাংবাদিক লাঞ্ছনার তীব্র নিন্দা