সোমবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » গুনীজন » পাহাড়ে শান্তির দূত মকছুদ আহমদকে রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করার দাবী
পাহাড়ে শান্তির দূত মকছুদ আহমদকে রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করার দাবী
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা পাহাড়ে শান্তির দূত একেএম মকছুদ আহমদ। প্রতিষ্ঠাতা সম্পাদক দৈনিক গিরির্দপন ও সাপ্তাহিক বনভূমি, রাঙামাটি পার্বত্য জেলা।
আজ ৩০ সেপ্টেম্বর সোমবার অপরাহ্নে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে পাহাড়ে শান্তির দূত একেএম মকছুদ আহমেদকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা আয়োজিত সংবর্ধনা স্মারক একেএম মকছুদ আহমেদের হাতে তুলে দেন রাঙামাটি পার্বত্য জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন খান ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক এসএম জামাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি রোভার স্কাউট সম্পাদক নুরুল আবছার, বাংলাভিশন ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি নন্দন দেবনাথ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও চ্যানেল আই রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদ, বাংলাদেশ মানবাধিকার কর্মী ইয়াছির আরাফাত রুবেল প্রমুখ।
প্রবীন সাংবাদিক সম্পাদক একেএম মকছুদ আহমেদ সুদীর্ঘকাল যাবৎ পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন দৈনিক গিরিদর্পণ ও সাপ্তাহিক বনভূমি পত্রিকা প্রকাশনার মাধ্যমে। তিনি রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান অঞ্চলে প্রথম সংবাদপত্র প্রকাশের জনক। তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক, স্বাধীনতা পদক ইত্যাদিতে ভূষিত করা এখন সময়ের দাবী। তাই এই মূহুর্তে সরকারের উর্দ্বতন কর্তৃপক্ষের নিকট বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার পক্ষ থেকে জোরালো দাবী জানানো হয়।





বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ভানু বড়ুয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শোক
ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা
সন্ত্রাসীদের দমনে বিলাইছড়িতে সেনা অভিযান
মানুষের অধিকার আর মুক্তির গণবিপ্লবের মাঝেই এই গুণী শিল্পী বেঁচে থাকবেন : সাইফুল হক
গণসংগীত শিল্পী এপোলো জামালী আর নেই : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
সাংবাদিক মকছুদ আহমেদের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
পাহাড়ের বর্ষীয়ান সাংবাদিক একেএম মকছুদ আহমেদ আর নেই
ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার একুশে পদক লাভ
রাউজানে বিএনপির নেতার পিতার মৃত্যু