সোমবার ● ১১ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » হত্যা মামলার পলাতক আসামি অন্তর্বর্তী রাঙামাটি জেলা পরিষদের সদস্য, ওসি বললেন কাগজপত্র দেখে ব্যবস্থা গ্রহন করবো
হত্যা মামলার পলাতক আসামি অন্তর্বর্তী রাঙামাটি জেলা পরিষদের সদস্য, ওসি বললেন কাগজপত্র দেখে ব্যবস্থা গ্রহন করবো
বিশেষ প্রতিবেদক :: গত ৭ নভেম্বর অর্ন্তভর্তিকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পূর্নগঠন হওয়ার পর থেকে বিভিন্ন অভিযোগ থেকে রেহাই পাচ্ছেনা। অভিযোগ রয়েছে পনের সদস্য বিশিষ্ট এ পরিষদের রাঙামাটি জেলার জনগুরুত্বপূর্ন কাউখালী, বরকল , জুরাছড়ি ও রাজস্থলী উপজেলাসহ চারটি উপজেলা থেকে কোন প্রার্থীকেই রাখা হয়নি। এ নিয়ে এসব উপজেলার সাধারন জনসাধারনের মধ্যে দিন দিন ক্ষোভ বাড়ছে।
এবার অভিযোগ উঠেছে হত্যা মামলার এক পলাতক আসামিকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য পদে নিয়োগ দেওয়া প্রসঙ্গে। যার বিরুদ্ধে এসব অভিযোগ তিনি হচ্ছেন প্রনতি রঞ্জন খীসা। তিনি নানিয়ারচর উপজেলার বুড়িঘাটের ননি পুতুল খীসার ছেলে । তিনি বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন। তিনি হত্যা মামলার চার্জশীট ভুক্ত পলাতক আসামী। তার বিরুদ্ধে ফৌজদারী মামলা জিআর নং ৩১৯/২০১৮ রাঙামাটির আদালতে বিচারাধীন রয়েছে। নানিয়ারচর থানায় দায়ের হওয়ায় হত্যা মামলার আসামি হওয়ায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানা গেছে। নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ নাজির আলম মামলায় পলাতক আসামীর সত্যতা স্বীকার করে বলেছেন কাগজপত্র দেখে বিহীত ব্যবস্থা গ্রহন করবো।
মামলার সূত্র জানায়, ২০১৮ সালের ১৭ অক্টোবর নানিয়ারচর বাজার সংলগ্ন বিহার পাড়া এলাকায় শান্ত ওরফে শান্তি চাকমা নামে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের এক সদস্য দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এ ঘটনায় ২০ অক্টোবর নিহতের স্ত্রী রিপনা চাকমা বাদী হয়ে নানিয়ারচর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় ২৯ জন আসামির তালিকায় প্রনতি রঞ্জন খীসার নাম রয়েছে। পরে পেনাল কোডের ৩০২/৩৪ ধারার অপরাধ প্রাথমিক ভাবে সত্য বলে প্রতীয়মান হওয়ায় আসামিদের বিরুদ্ধে রাঙামাটির আদালতে নানিয়ারচর থানার অভিযোগ পত্র নং-০৬/২০২০, তারিখ-২৫/০৬/২০২০,ধারা-৩০২/৩৪ দাখিল করা হয়। বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির বিশিষ্ট আইনজীবী রাজীব চাকমা বলেন,সদ্য নিয়োগ পাওয়া অন্তর্বর্তী রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রনতি রঞ্জন খীসার নাম ওই মামলার আসামির তালিকায় রয়েছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।
এ ব্যাপারে ফোনে যোগাযোগ করা হলে বিষয়টির সত্যতা স্বীকার করে প্রনতি রঞ্জন খীসা বলেন,মামলাটির আসামির তালিকায় তার নাম ছিল। কিন্তু এতে তার বিরুদ্ধে অসত্য অভিযোগ করায় পরে বাদীর সঙ্গে তার আপোষ হয়ে ছিল।
এই মামলার ব্যাপারে জানতে চাইলে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজির আলম জানান, নানিয়ারচর থানায় ২৯ জন আসামির তালিকায় প্রনতি রঞ্জন খীসার নাম রয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। সে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। শুনেছি তিনি সদ্য জেলা পরিষদ সদস্য হিসেবে যোগদান করেছেন। আমি ভাল করে কাগজপত্র দেখে বিহীত ব্যবস্থা গ্রহন করবো।





বেতবুনিয়ায় ইউএনডিপি এলভিএমএফের ২ দিনের ইয়ুথ ক্যাম্প সম্পন্ন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
রাঙামাটিতে দৈনিক ইত্তেফাক-এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার