সোমবার ● ১৬ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মহান বিজয় দিবস উপলক্ষ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মহান বিজয় দিবস উপলক্ষ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন
রাঙামাটি :: ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান রিপন চাকমা এর নেতৃত্বে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনারে ভাবগাম্ভীর্যের সাথে বীর শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য-অর্থ মো. জসীম উদ্দিন (উপসচিব), সদস্য-প্রশাসন (অঃদাঃ) মোহাম্মদ মাহবুবউল করিম (উপসচিব), বোর্ডের উপপরিচালক মংছেনলাইন রাখাইন, নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, হিসাব রক্ষণ কর্মকর্তা কল্যানময় চাকমা, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম, ত্রয়া সরকার সহকারী প্রকৌশলী, তথ্য অফিসার ডজী ত্রিপুরাসহ সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
এছাড়া মহান বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে বোর্ডের কর্মকর্তা/কর্মচারীদের অংশগ্রহণে রাঙামাটির তবলছড়িস্থ আনন্দ বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনা, দুপুরে বোর্ডের জামে মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া মাহ্ফিলসহ তবারক বিতরণ এবং সন্ধ্যায় তবলছড়িস্থ শ্রী শ্রী রক্ষা কালি মন্দিরে বিশেষ প্রার্থনা সভা আয়োজন করা হয়া।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন