বৃহস্পতিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দীপংকর তালুকদার কলেজ এর নাম পরিবর্তন করে বেতবুনিয়া কলেজ নামকরণ
দীপংকর তালুকদার কলেজ এর নাম পরিবর্তন করে বেতবুনিয়া কলেজ নামকরণ
আহমদ বিলাল খান :: রাঙামাটি জেলার কাউখালি উপজেলার বেতবুনিয়াতে অবস্থিত দীপঙ্কর কলেজটির নাম পরিবর্তন করে ‘বেতবুনিয়া কলেজ’ করা হয়েছে। রাঙামাটি-২৯৯ আসনের সাবেক সংসদ সদস্য দীপংকর তালুকদারের নামে পূর্বে এটির নামকরণ ছিল।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের নির্দেশে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মুহাম্মদ রিজাউল করিমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে জারীকৃত এ আদেশে বলা হয়, ‘দীপংকর তালুকদার কলেজ’এর নাম পরিবর্তন করে ‘বেতবুনিয়া কলেজ’ নামকরণ অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়।
কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বেতবুনিয়াসহ কাউখালি উপজেলাবাসী সবাই চায় সরকারি অর্থায়নে কোন প্রতিষ্ঠান ব্যাক্তির নামে হতে পারে না। সাধারণ মানুষের প্রাণের দাবি, বেতবুনিয়া দীপঙ্কর কলেজের নাম পরিবর্তন করে ‘বেতবুনিয়া কলেজ’ নামকরণ করা।
আমাদের দাবি মেনে নিয়ে সরকারি নির্দেশনা প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে। তাই আমরা কাউখালীবাসী ও বেতবুনিয়ার আপামর জনতা, স্থানীয় সরকার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ জ্ঞাপন করছি।





রাঙামাটির ঘাগড়ায় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি এলাকাবাসীর
মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি জেলা পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতি
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
নানিয়ারচর জোনের সার্বিক তত্ত্বাবধানে ক্রীড়া সামগ্রী বিতরণ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন