বৃহস্পতিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » গুনীজন » পাহাড়ের বর্ষীয়ান সাংবাদিক একেএম মকছুদ আহমেদ আর নেই
পাহাড়ের বর্ষীয়ান সাংবাদিক একেএম মকছুদ আহমেদ আর নেই
স্টাফ রিপোর্টার :: পাহাড়ের বর্ষীয়ান সাংবাদিক সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর উপদেষ্টা ও দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহমেদ আর নেই…….
আজ ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৯টা ৩৭ মিনিটে তিনি রাঙামাটি জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
সাংবাদিক একেএম মকছুদ আহমেদ এর মৃত্যুর সংবাদ পেয়ে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু , সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল,রাঙামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল আলীম, সেক্রেটারি মো. মনছুরুল হক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন ও সাধারন সম্পাদক জুঁই চাকমা,বিভিন্ন সামাজিক সংগঠনের বিশিষ্ট্যব্যক্তিবর্গ এবং রাঙামাটি জেলায় কর্মরত সকল অনলাইন,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক গণ রাঙামাটি জেনারেল হাসপাতালে ছুটে আসেন।
ডায়েবেটিক নীল হওয়ার কারণে সাংবাদিক একেএম মকছুদ আহমেদ এর মৃত্যুর হয়েছে বলে রাঙামাটি জেনারেল হাসপাতাল সূত্রে জানাযায়।
সাংবাদিক একেএম মকছুদ আহমেদ এর মৃত্যুর সংবাদ পেয়ে অনলাইন যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করছেন।
সাংবাদিক একেএম মকছুদ আহমেদ এর মৃত্যুর রাঙামাটিতে শোকের ছায়া নেমে আসে।





বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ভানু বড়ুয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শোক
ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা
সন্ত্রাসীদের দমনে বিলাইছড়িতে সেনা অভিযান
মানুষের অধিকার আর মুক্তির গণবিপ্লবের মাঝেই এই গুণী শিল্পী বেঁচে থাকবেন : সাইফুল হক
গণসংগীত শিল্পী এপোলো জামালী আর নেই : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
সাংবাদিক মকছুদ আহমেদের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার একুশে পদক লাভ
রাউজানে বিএনপির নেতার পিতার মৃত্যু