শুক্রবার ● ৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি এর নিজস্ব ডোমেইনে শিক্ষার্থীদের জন্য ই-মেইল একাউন্টের উদ্বোধন
রাবিপ্রবি এর নিজস্ব ডোমেইনে শিক্ষার্থীদের জন্য ই-মেইল একাউন্টের উদ্বোধন
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ডোমেইনে (rmstu.ac.bd) মাস্টার্স ও ব্যাচেলর প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য ই-মেইল একাউন্টের শুভ উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মো. আতিয়ার রহমান।
বৃহস্পতিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ কর্ণারের সভা কক্ষে এ উদ্বোধন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রকল্প পরিচালক (ভা.), প্রক্টর, কর্মকর্তা ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
এসময় ভাইস-চ্যান্সেলর তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বাহিরের দেশে যাওয়ার জন্য বা যোগাযোগের জন্য gmail ব্যবহারের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের ওয়েব বেইজড ডোমেইনে ই-মেইল ব্যবহার করলে সেটা তাদের জন্য অনেক ফলপ্রসূ হবে। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রকে খুব দ্রুত বিশ্ববিদ্যালয়ের ডাটাবেইজ এর আওতায় আনা হবে এবং শিক্ষার্থীদের সাথে আমাদের সম্পূর্ণ যোগাযোগ এই ডাটাবেইজের মাধ্যমে হবে।
ভাইস-চ্যান্সেলর বলেন, শিক্ষার্থীদের কাছে শুধু এটাই চাওয়া, এই ই-মেইল এড্রেস ব্যবহার শুধুমাত্র ইতিবাচক কাজ যেমন: বিদেশে যাওয়ার ক্ষেত্রে, পেপার পাবলিকেশন, প্রতিদিনকার একাডেমিক যোগাযোগ এর ক্ষেত্রে ব্যবহার করবে।





চির নিদ্রায় শায়িত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইসমাঈল
কাপ্তাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের নেই কোন শ্মশান
সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাঙামাটিতে মিলাদ মাহফিল
নানিয়ারচর জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
রাবিপ্রবিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র স্মরণে শোকসভা
রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা