শনিবার ● ৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
কাপ্তাইয়ে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
এম বাবুল,কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক পরিদক্ষিন করে আবারো উপজেলা চত্বরে শেষ হয়। ”অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন”প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার ৮ মার্চ সকাল ১১ টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের সহযোগিতায় উপজেলা সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী। এসময় তিনি বলেন, বর্তমানে সমাজের সকল ক্ষেত্রে নারীদের ভূমিকা অনস্বীকার্য। তাদের কে বাদ দিয়ে সমাজের উন্নয়ন সম্ভব নয়। তাই তাদের কে শ্রদ্ধা ও সম্মান করতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেন,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উইমেন এন্ড গার্লস এমপাওয়ারমেন্ট থ্রো ইনক্লুসিভ এডুকেশন প্রজেক্টের উপজেলা শিক্ষা ফ্যাসিলিটেটর মংসিং ইউ মারমা, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল কমিউনিটি হেলথ প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা। উপজেলা মহিলা বিষয়ক অফিসের ছালেহ আহম্মদ সেলিম এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগ্রামের মাসাং মারমা, ওয়াংশাং মারমা, রুপক বারুই,মাইকেল জয়থর,জোসনা আক্তার প্রমুখ।
বিভিন্ন সংগঠন থেকে নারী সংগঠক,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,কর্মচারী’রা উপস্থিত ছিলেন।





ইগনাইট মিরসরাই’র নতুন কমিটি গঠন
বিশ্বব্যাপী প্রযুক্তির অগ্রযাত্রায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : চুয়েট ভিসি
রাঙামাটির ঘাগড়ায় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি এলাকাবাসীর
মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি জেলা পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতি
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে