মঙ্গলবার ● ১৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » ঢাকা » যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলী হামলা নৃশংস ও বর্বরোচিত
যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলী হামলা নৃশংস ও বর্বরোচিত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যম প্রদত্ত এক বিবৃতিতে গতরাতে যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলের হামলা - আক্রমণকে নৃশংস ও বর্বরোচিত হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন গতকাল রাতের এই বেপরোয়া হামলায় গাজায় ৩৫০ এর এর বেশি নারী, পুরুষ ও শিশু নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে সাত শতাধিক। তিনি কাপুরুষোচিত এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এই হামলা আক্রমণ করে ইসরাইল আন্তর্জাতিক সম্প্রদায়কে বৃদ্ধাংগুলী দেখিয়ে সরাসরি যুদ্ধবিরতি চুক্তি লংঘন করেছে; যা গুরুতর অপরাধের সামিল।
তিনি বলেন, গাজায় এই পর্যন্ত অর্ধলক্ষাধিক মানুষ হত্যা ও কয়েক লক্ষ মানুষ পংগু ও আহত করে যে জঘন্য গণহত্যা সংঘটিত করেছে তার উপযুক্ত বিচার না হওয়ার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলী আগ্রাসন ও গণহত্যা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে ট্রাম্প ক্ষমতায় আসায় ইসরায়েল নতুন করে উৎসাহিত হয়েছে।
তিনি বলেন, গাজায় ইসরায়েল একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা সংঘটিত করে আসছে।এই গণহত্যা ও আগ্রাসন বন্ধে এই পর্যন্ত জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় কিছুই করতে পারেনি।
তিনি বলেন, এই ঘটনা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা পুঁজিবাদী দুনিয়ার গণতন্ত্র ও মানবাধিকারের বুলি চূড়ান্ত তামাশায় পরিনত হয়েছে।
তিনি অনতিবিলম্বে গাজায় ইসরায়েলী গণহত্যা বন্ধ করে যুদ্ধবিরতি কার্যকর করতে বিশ্বসম্প্রদায় ও দুনিয়ার শান্তিকামী মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
একইসাথে তিনি গণহত্যায় অভিযুক্ত নেতানিয়াহু চক্রকে গ্রেফতার ও বিচারের জন্যও বিশ্বসম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন।
বিবৃতিতে তিনি মুক্তিকামী ফিলিস্তিনি জনগণের প্রতিও সংহতি ও একাত্মতা প্রকাশ করেন।





১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরের হত্যাকাণ্ড বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
প্যানাম গ্রুপের বার্ষিক উৎসব উদযাপন : সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার
মিজানুর রহমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান
বেগম খালেদা জিয়ার শোকবইয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের স্বাক্ষর
ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
সাইফুল হক ঢাকা-১২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন