মঙ্গলবার ● ১৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » ঢাকা » যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলী হামলা নৃশংস ও বর্বরোচিত
যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলী হামলা নৃশংস ও বর্বরোচিত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যম প্রদত্ত এক বিবৃতিতে গতরাতে যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলের হামলা - আক্রমণকে নৃশংস ও বর্বরোচিত হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন গতকাল রাতের এই বেপরোয়া হামলায় গাজায় ৩৫০ এর এর বেশি নারী, পুরুষ ও শিশু নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে সাত শতাধিক। তিনি কাপুরুষোচিত এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এই হামলা আক্রমণ করে ইসরাইল আন্তর্জাতিক সম্প্রদায়কে বৃদ্ধাংগুলী দেখিয়ে সরাসরি যুদ্ধবিরতি চুক্তি লংঘন করেছে; যা গুরুতর অপরাধের সামিল।
তিনি বলেন, গাজায় এই পর্যন্ত অর্ধলক্ষাধিক মানুষ হত্যা ও কয়েক লক্ষ মানুষ পংগু ও আহত করে যে জঘন্য গণহত্যা সংঘটিত করেছে তার উপযুক্ত বিচার না হওয়ার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলী আগ্রাসন ও গণহত্যা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে ট্রাম্প ক্ষমতায় আসায় ইসরায়েল নতুন করে উৎসাহিত হয়েছে।
তিনি বলেন, গাজায় ইসরায়েল একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা সংঘটিত করে আসছে।এই গণহত্যা ও আগ্রাসন বন্ধে এই পর্যন্ত জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় কিছুই করতে পারেনি।
তিনি বলেন, এই ঘটনা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা পুঁজিবাদী দুনিয়ার গণতন্ত্র ও মানবাধিকারের বুলি চূড়ান্ত তামাশায় পরিনত হয়েছে।
তিনি অনতিবিলম্বে গাজায় ইসরায়েলী গণহত্যা বন্ধ করে যুদ্ধবিরতি কার্যকর করতে বিশ্বসম্প্রদায় ও দুনিয়ার শান্তিকামী মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
একইসাথে তিনি গণহত্যায় অভিযুক্ত নেতানিয়াহু চক্রকে গ্রেফতার ও বিচারের জন্যও বিশ্বসম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন।
বিবৃতিতে তিনি মুক্তিকামী ফিলিস্তিনি জনগণের প্রতিও সংহতি ও একাত্মতা প্রকাশ করেন।





রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে দূর্বৃত্ত সন্ত্রাসীসের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিন
রোগ তালিকার শীর্ষে উচ্চ রক্তচাপ, নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহের আহ্বান
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর বিভৎসতা গণআতংক তৈরী করেছে
আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
দৈনিক পথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগ ও ভাংচুর পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা
গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
তামাক নিয়ন্ত্রণ : বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি