সোমবার ● ২৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ন্যাশনাল ডিফেন্স কলেজ এর ফেলোগণদের সাথে রাঙামাটিতে মতবিনিময় সভা
ন্যাশনাল ডিফেন্স কলেজ এর ফেলোগণদের সাথে রাঙামাটিতে মতবিনিময় সভা
রাঙামাটি :: আজ ২৮ এপ্রিল, ২০২৫ সোমবার বেলা সাড়ে ১২ টায় রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের কর্ণফুলী সম্মেলন কক্ষে ইন্টারনাল স্টাডি ট্যুর (আইএসডি) ক্যাপস্টোন কোর্স-২০২৫/১ ফেলোগণদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান (যুগ্মসচিব) (চেয়ারম্যান এর রুটিন দায়িত্বে) রিপন চাকমা। সভা শুরুতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাইস-চেয়ারম্যান রিপন চাকমা ইন্টারনাল স্টাডি ট্যুর (আইএসডি) ক্যাপস্টোন কোর্স-২০২৫/১ ফেলোগণদের শুভেচ্ছা ও স্বাগত জানান। বোর্ডের উপপরিচালক মংছেনলাইন রাখাইন এর উপস্থাপনায় উপস্থিত ফেলোগণদের সাথে পরিচিতি পর্ব শেষে বোর্ডের সদস্য-প্রশাসন (উপসচিব) সুজন চৌধুরী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক গৃহিত বিভিন্ন উন্নয়নমূলক উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ কার্যক্রমের তথ্য বিবরণ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে তুলে ধরেন।
প্র্রেজেন্টেশন উপস্থাপনের পর মতামত ও পরামর্শ গ্রহণ পর্বে সফররত ফেলোগণ স¦তঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন এবং উন্নয়নমূলক কর্মকান্ডের সম্পর্কিত প্রশ্ন রাখেন। এসময় বোর্ডের ভাইস-চেয়ারম্যান রিপন চাকমা ও সদস্য-অর্থ মো. জসীম উদ্দিন ফেলোগণদের উত্থাপিত প্রশ্নের পরিপ্রেক্ষিতে ধারাবাহিকভাবে প্রশ্নের জবাব দেন।
ক্যাপস্টোন কোর্স-২০২৫/১ ফেলো এবং ফ্যাকাল্টি এন্ড স্টাফ এর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন শেষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কিত তথ্য বিবরণ উপস্থাপনসহ বর্ণাঢ্য আয়োজনের জন্য বোর্ডের ভাইস-চেয়ারম্যান রিপন চাকমাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় ক্যাপস্টেন কোর্সের পক্ষ থেকে ও বোর্ডের পক্ষ থেকে উভয় পক্ষকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে ইন্টারনাল স্টাডি ট্যুর (আইএসডি) ক্যাপস্টোন কোর্স-২০২৫/১ ফেলোগণ ছাড়াও রাঙামাটি রিজিয়ন কমান্ডার ও জোন কমান্ডারসহ সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তা এবং বোর্ডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





কাপ্তাইয়ে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা
চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে অবস্থানকারীদের সাথে কোনো জোট নয় রাঙামাটিতে হাসনাত আব্দুল্লাহ
বয়স ভিত্তিক ক্রিকেটার তৈরিতে কাজ শুরুর কথা জানালেন আসিফ আকবর
আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন