শুক্রবার ● ৯ মে ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাবিপ্রবিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান/ ইঞ্জিনিয়ারিং) জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা আজ ০৯ মে ২০২৫ শুক্রবার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত রাবিপ্রবি ক্যাম্পাস এবং ০২ টি উপকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মনোঘর রেসিডেন্সিয়াল স্কুল আ্যান্ড কলেজ এবং শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়- এ অনুষ্ঠিত A ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বমোট ৩৪২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬০৩ জন উপস্থিত এবং ৮২৬ জন অনুপস্থিত ছিলেন; উপস্থিতির হার ৭৫.৯১%।
রাবিপ্রবি জিএসটি গুচ্ছভুক্ত পরীক্ষার উপকেন্দ্র শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে ভাইস-চ্যান্সেলর বলেন, এখানে অত্যন্ত চমৎকার পরিবেশে পরীক্ষা হচ্ছে আর আমরা পরীক্ষা কেন্দ্র এরকম চাই যেখানে পরীক্ষার্থীরা নিরবিচ্ছিন্নভাবে পরীক্ষা দিতে পারে। তিনি আরো বলেন, আমরা আশা করছি আগামী ২-১ বছরের মধ্যেই রাবিপ্রবিকে মানুষ নতুন করে চিনবে। তিনি উক্ত উপ-কেন্দ্রের কক্ষসমূহ পরিদর্শন করেন এবং দায়িত্বরত চীফ প্রত্যবেক্ষক, প্রত্যবেক্ষক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভর্তি পরীক্ষার কার্যক্রম তদারকি করেন।
A ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন অফিস, পৌরসভা, অটো ও বাস মালিক সমিতি, হোটেল মালিক সমিতি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সকল অংশীজনদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য যে, আজ জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা দেশব্যাপী ১৯ টি বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হয়েছে।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন