

সোমবার ● ১৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নানিয়ারচরে মৎস্য সপ্তাহ পালন
নানিয়ারচরে মৎস্য সপ্তাহ পালন
মো. কামরুল ইসলাম রানা :: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাঙামাটির নানিয়ারচর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার ১৮ আগস্ট উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান সভার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেসা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের খাদ্য ও পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করতে মাছের অবদান অপরিসীম। আধুনিক প্রযুক্তি নির্ভর মাছ চাষ, খামারিদের নিয়মিত প্রশিক্ষণ, নদী-খাল-ঘেরে উৎপাদন বৃদ্ধি ও অভয়াশ্রম সৃষ্টির মাধ্যমে দেশি মাছ সংরক্ষণ করা গেলে জাতীয় অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখা সম্ভব।
পরে সফল মৎস্যচাষিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ মাছ চাষে উৎসাহ যোগাবে এবং উপজেলার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করবে।