

বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে জশনে জুলুছে ঈদ- এ মিলাদুন্নবী পালন
কাউখালীতে জশনে জুলুছে ঈদ- এ মিলাদুন্নবী পালন
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: কাউখালী থানার পিছনে অবস্থিত তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদরাসার ব্যাবস্থাপনায় জশনে জুলুছে ঈদ- এ ( সাঃ) পালন উপলক্ষে এক রেলী আলোচনা সভা ২৮ আগষ্ট বৃহস্পতিবার সকালে মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
জশনে জুলুছে উপলক্ষে কয়েক শত ছাত্র ছাত্রী সাধারণ মানুষের অংশ গ্রহণে এক র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
র্যালি শেষে মাদ্রাসা প্রাঙ্গনে এক আলোচনা সভা তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদরাসার সভাপতি মো. ইছাহক সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা সদর মডেল মসজিদ খতিব মাওলানা নুরুল হক আনসারী, মাদ্রাসা নির্বাহী সদস্য আলহাজ্ব সেকান্দর হোসাইন, ইসলামপুর গাউছিয়া কমিটির সভাপতি মো. দিদারুল আলম, নাইল্যাছড়ি মাদ্রাসার সভাপতি মো. মহররম আলী, মাদ্রাসা সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, বেতছড়ি মাদ্রাসার সভাপতি মোজাম্মেল হক নঈমী ও রাঙ্গুনীয়া উত্তর গাউছিয়া কমিটির যুগ্ম সম্পাদক সালেহ আহমদ সওদাগর, মাদ্রাসা কমিটির সদস্য দিদারুল আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসা সুপার মাওলানা মো. সাইফুল ইসলাম আল কাদেরী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মো. হাসান মাহমুদ।
এসময় সাংবাদিক মো. ওমর ফারুক, সাংবাদিক মো. তৈয়বুল ইসলাম, মো. মুনিরুল ইসলাম, মো. শাহাদাত হোসেন, মো. রুবেল, মো. পারভেজ ও হাফেজ মো. নোমান প্রমূখ উপস্থিত ছিলেন।
পারে আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা তৌহিদুল আলম।
জশনে জুলুছে ঈদ- এ মিলাদুন্নবী (সাঃ) এর সার্বিক সহযোগিতায় ছিলেন আহলে সুন্নত ওয়াল জামাত ও গাউছিয়া কমিটি বাংলাদেশ কাউখালী উপজেলা শাখা।