

সোমবার ● ১ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে’নিজ আঙিনা পরিস্কার রাখি ডেঙ্গু মুক্ত আত্রাই গড়ি’এ স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু সহ মশা বাহিত রোগ প্রতিরোধে প্রথম কর্মদিবসে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার ০১ সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রাকিবুল হাসান।
এসময় উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে উপজেলা মাঠ ও মসজিদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং পরিস্কার পরিচ্ছন্নতা চালানো হয়।
পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, প্রকৌশলী নিশিত কুমার,সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানা,যুব উন্নয়ন কর্মকর্তা মো.নাসির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো.মোয়াজ্জেম হোসেন,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি এম কামরুজ্জামান কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাপলা আক্তার সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী ও পরিচ্ছন্ন কর্মী উপস্থিত ছিলেন।