

সোমবার ● ২০ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা প্রশাসকের বড়ুয়া জনগোষ্ঠীর সাথে আলোচনা সভা অনুষ্ঠিত
রাঙামাটি জেলা প্রশাসকের বড়ুয়া জনগোষ্ঠীর সাথে আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: আজ ২০ অক্টোবর-২০২৫ রোজ সোমবার, বেলা সাড়ে ১২টায়, রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বড়ুয়া জনগোষ্ঠীর সাথে রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) বলেন, বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা সংখ্যায় অনেক কম। কিন্তু তারা শিক্ষায় এগিয়ে আছে। তিনি বলেন, আমি রাষ্ট্র এবং সরকারের প্রতিনিধিত্ব করছি, শুরু থেকে বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যে যেন না হয় সেই বিষয়টি খেয়াল রেখে আমি এবং আমার জেলা প্রশাসন কাজ করে যাচ্ছি।
জেলা প্রশাসক আরো বলেন, রাঙামাটি জেলাতে গত ৭ অক্টোবর-২০২৫ তারিখ থেকে মাসব্যাপী বৌদ্ধ ধর্মীয়দের কঠিন চীবর দান অনুষ্ঠান সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। রাঙামাটি জেলা হচ্ছে সম্প্রীতির জেলা।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) বলেন, সকল জনগোষ্ঠীকে নিয়ে আন্তঃ জনগোষ্ঠীর সম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য। বড়ুয়া জনগোষ্ঠীর মধ্যে ঐক্য গড়ে তুলার আহবান জানান তিনি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক শান্তা বড়ুয়া, গৌতম স্মৃতি সংঘের সভাপতি রিংকু বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতি বিষয়ক সম্পাদক তেমিয় বড়ুয়া, কাউখালী বড়ুয়া সমাজের সাধারণ সম্পাদক রন্টি বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কাউখালী উপজেলা কমিটি নেতা জীবণ বড়ুয়া, সাধন চন্দ্র বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কাপ্তাই উপজেলা কমিটির সভাপতি সমর বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন রাঙামাটি পৌর কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বড়ুয়া নিখিল, রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অপু বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শ্যামল চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা অজিতানন্দ মহাথেরো ও পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন।
এসময় পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শতাধিক নারী-পুরুষ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভা অনুষ্ঠানটি সঞ্চলনা করেন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন।