বুধবার ● ৭ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নানিয়ারচর জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
নানিয়ারচর জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
শহিদুল ইসলাম :: নানিয়ারচর জোনের উদ্যোগে ৭ জানুয়ারি ২০২৬, বুধবার সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত বগাছড়ি আল-আমিন উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ, প্রীতিভোজ ও নৌকা ভ্রমণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের ৪০ জন ছাত্র-ছাত্রীসহ শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। কর্মসূচির শুরুতে নানিয়ারচর জোনের পক্ষ থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা, দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে একটি প্রেজেন্টেশন প্রদান করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি নৌকা ভ্রমণের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি নানিয়ারচর জোন কমান্ডার, বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি-এর উপস্থিতিতে পরিচালিত হয়। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং তাদের শিক্ষাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়। সংবর্ধনা ও পুরস্কার বিতরণ শেষে সকল অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। উক্ত কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধকরণসহ স্থানীয় জনগণের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সৌহার্দ্য ও পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হয়েছে।





খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এর বিদায় সংবর্ধনা
কেপিএম স্কুলে খালেদা মুজাহিদ টেক সেন্টার উদ্বোধন
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা