বৃহস্পতিবার ● ২৯ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বাগেরহাটে বিএনপি নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
বাগেরহাটে বিএনপি নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
বাগেরহাট প্রতিনিধি :: (১৫ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৩মি.) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ছোট কুমারখালী গ্রামে বিএনপি নেতা মোন্তাজ উদ্দিন মোল্লার (৫৫) দুই পায়ের রগ বিচ্ছিন্ন ও দুই হাত কুপিয়ে ও পিটিয়ে ভেঙ্গে দিয়েছে দুবৃর্ত্তরা।
মোন্তাজ উদ্দিন ঐ ইউনিয়নের কৃষকদলের সাবেক সভাপতি ও ইউসুফ আলী মোল্লার পুত্র ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে ২৭ ডিসেম্বর মঙ্গলবার সাড়ে ৭ দিকে টার দিকে মোন্তাজ উদ্দিন মোল্লা অত্র গ্রামের তার পুরাতন বাড়ি থেকে নতুন বাড়ি আসছিলেন। এসময় তিনি ৩৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা ৮-১০ জন দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। দুর্বৃত্তরা কুপিয়ে তার দুই পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলে এবং দুই হাত কুপিয়ে ও পিটিয়ে ভেঙ্গে ফেলে ।
পুলিশের সহযোগীতায় আশংকাজনক অবস্থায় মোন্তাজ মোল্লাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভার্তি করা হয়। সেখান থেকে ২৮ ডিসেম্বর বুধবার সকাল ৭টায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা চলছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক। দীর্ঘ দিনের রাজনৈতিক ও জমিজমা নিয়ে সৃষ্ট শত্রুতার কারনে প্রতিবেশী শত্রুপক্ষ পরিকল্পিতভাবে মোন্তাজ মোল্লার ওপর হামলা চালানো হয় বলে জানা গেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল আলম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, প্রতিপক্ষের লোকজনেরা মোন্তাজ মোল্লার ওপর হামলা চালিয়েছে।
এখন পর্যন্ত কেউ থানায় কোন অভিযোগ দায়ের করেনি বলে ওসি জানান।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪