শুক্রবার ● ৩১ মার্চ ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নাইক্ষ্যংছড়িতে পুলিশ সদস্য’র আত্মহত্যা
নাইক্ষ্যংছড়িতে পুলিশ সদস্য’র আত্মহত্যা

পলাশ বড়ুয়া :: (১৭ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৫মি.) ৩১ মার্চ (শুক্রবার) ১১টার দিকে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুম পুলিশ ফাড়িতে তুষার কান্তি দে (২৪) নামে এক পুলিশ কনস্টেবল নিজের মাথায় রাইফেল ঠেকিয়ে গুলি করে।
তদন্ত কেন্দ্রের ভেতরেই ঘটনাটি ঘটেছে বলে জানান সিএইচটি মিডিয়াকে জানান নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এসএম তৌহিদ কবীর।
নিহত পুলিশ সদস্য তুষার কান্তি দে’র বাড়ি চট্টগ্রামের শীতাকুন্ড গ্রামে। বৃহস্পতিবার রাতে সে দায়িত্বপালন করে। সকালে সবাই যে যার মতো ব্যস্ত ছিল। গুলির শব্দ শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে সবাই দৌড়ে আসে বলে জানান উপ-সহকারী পুলিশ পরিদর্শক রূপন বড়ুয়া।
স্থানীয় ইউপি সদস্য সুবত বড়ুয়া জানান, গুলির কারণে তার মাথার মগজ বের হয়ে গেছে। সে ঘটনাস্থলেই মারা গেছে।





সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের ১০ শয্যা হাসপাতাল
কাউখালীতে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা
কাউখালীতে ২০টি ভোটকেন্দ্রের মধ্যে ০৩টি ঝুঁকি পুর্ন
সাংবাদিকদের সাথে কাপ্তাই জোন কমান্ডারের মত বিনিময়
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউট ব্যাজ কোর্স সমাপনী অনুষ্ঠিত