শুক্রবার ● ১২ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » গুনীজন » মাষ্টার দা সুর্যসেনের মুর্তিতে চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের শ্রদ্ধাঞ্জলী
মাষ্টার দা সুর্যসেনের মুর্তিতে চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের শ্রদ্ধাঞ্জলী
চট্টগ্রাম প্রতিনিধি :: (২৯ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.১২মি.) ব্রিটিশবিরোধী অান্দোলনের অন্যতম পুরোধা , দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গকারী স্বাধীনতার জন্য জীবন অাত্নদানকারী মাষ্টার দা সুর্যসেনের ৮৪তম ফাসি দিবস স্মরণে আজ ১২ জানুয়ারী সকাল ১০টায় চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে জে,এম,সেন হলস্হ সুর্যসেনের অাবক্ষমুর্তিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। সংগঠনের সভাপতি মো. অাবদুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অাসিফ ইকবালের পরিচালনায় অনুষ্ঠিত হয়। রাজনীতিবিদ জসিম উদ্দীন চৌধুরী, সংগঠনের সহ সভাপতি ডা. জামাল উদ্দীন,যুগ্ন সম্পাদক সালাউদ্দীন লিটন,অমর কান্তি দত্ত,অাজিম উদ্দীন ও প্রান্তিক বড়ুয়া প্রমুখ এসময় উপস্হিত ছিলেন ।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন মাষ্টার দা সুর্যসেনে বাঙালী জাতির একজন অবিসংবাদিত ও অনুকরণীয় অাদর্শিক দেশপ্রেমিক নেতা। ব্রিটিশদের বিরুদ্ধে সেদিন মাষ্টার দা সুর্যসেন অাড়াই দিন এদেশকে স্বাধীন করে পরবর্তী দেশের জন্য জীবন উৎসর্গ করে বাঙালীর স্বাধীনতার বীজ বপন করেছিলেন। মাষ্টার সুর্যসেনের সেই সংগ্রামী ও অাত্নত্যাগের অাদর্শিক পথধরে ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালীর কাঙ্খিত স্বাধীনতা এনে দিতে সক্ষম হয়েছিলেন তার সুযোগ্য নেতৃত্বে। বক্তারা বলেন মাষ্টার দা সুর্যসেনের অাত্নত্যাগ ও দেশপ্রেম থেকে নব প্রজন্মকে শিক্ষা গ্রহণ করার অাহবান জানান।





বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ভানু বড়ুয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শোক
ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা
সন্ত্রাসীদের দমনে বিলাইছড়িতে সেনা অভিযান
মানুষের অধিকার আর মুক্তির গণবিপ্লবের মাঝেই এই গুণী শিল্পী বেঁচে থাকবেন : সাইফুল হক
গণসংগীত শিল্পী এপোলো জামালী আর নেই : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
সাংবাদিক মকছুদ আহমেদের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
পাহাড়ের বর্ষীয়ান সাংবাদিক একেএম মকছুদ আহমেদ আর নেই
ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার একুশে পদক লাভ
রাউজানে বিএনপির নেতার পিতার মৃত্যু