শুক্রবার ● ২ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » জাতীয় » পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগে ৪’শ ট্রেন যাত্রীর জরিমানা : সোয়া লাখ টাকা আদায়
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগে ৪’শ ট্রেন যাত্রীর জরিমানা : সোয়া লাখ টাকা আদায়
ঈশ্বরদী প্রতিনিধি :: (২০ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৪মি.) ডিজি আমজাদ হোসেন ও পশ্চিমাঞ্চল রেলওয়ের দায়িত্ব পালনে সফল জিএম খায়রুল আলমের নির্দেশে ঈশ্বরদী-ঢাকা রেলরুটে তিনটি আন্তঃনগর যাত্রীবাহী ট্টেনে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ৪’শ যাত্রীকে জরিমানা করা হয়েছে। এসব যাত্রীর কাছ থেকে জরিমানা ও ভাড়াসহ ১ লাখ ১৯ হাজার টাকা আদায় করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে রাত সাড়ে ১১টা ও আজ শুক্রবার দুপুর পর্যন্ত বিভিন্ন যাত্রীবাহী ট্রেনে টিকিট চেকিং অভিযান পরিচালনা করেন পাকশী বিভাগীয় কর্মকর্তারা। পশ্চিমাঞ্চল রেলওয়ের অধীনস্ত পাকশী বিভাগের ঈশ্বরদী বাইপাস, চাটমোহর, বড়ালব্রীজ, উল্লাপাড়া, জামতৈল, সিরাজগঞ্জ বাজার, বঙ্গবন্ধুসেতু পশ্চিম, বঙ্গবন্ধুসেতু পূর্ব, টাঙ্গাইল, মির্জাপুর, জয়দেবপুর, ঢাকা বিমানবন্দর স্টেশন পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয় হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসী সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, পাকশী বিভাগীয় রেলওয়ের আওতাধীন ১২টি স্টেশনের ওপর দিয়ে যাওয়া রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ঈশ্বরদী বাইপাস স্টেশন হয়ে (আপ)৭৫৩ নং (ডাউন) ৭৫৪ নং আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস এবং সিরাজগঞ্জ বাজার থেকে ছেড়ে যাওয়া এবং ঢাকা থেকে ফিরে আসা ৭৭৩ নং সিরাজগঞ্জ এক্সপ্রেস, খুলনা থেকে ছেড়ে ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে ঢাকাগামী (আপ) ৭৬৩নং এবং ঢাকা থেকে ছেড়ে আসা ঈশ্বরদী জংশন হয়ে খুলনাগামী (ডাউন) ৭৬৪ চিত্রা এক্সপ্রেস ট্টেনে টিকেট চেকিং অভিযান চালানো হয়।
এ অভিযানে অংশ নেন, পাকশী রেলওয়ের সহকারি বাণিজ্যিক কর্মকর্তা মজিবুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর সাজেদুল ইসলাম বাবু, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারি কমান্ড্যান্ট আবু হেনা, ভ্র্যাম্যমান টিকিট পরীক্ষক আব্দুল আলিম বিশ্বাস মিঠু, শফিকুল ইসলাম ও কামরুজ্জামান।