শুক্রবার ● ২ মার্চ ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বলাকা ক্লাবের নির্বাচন : সভাপতি ঝিনুক ও সম্পাদক শ্যামল
বলাকা ক্লাবের নির্বাচন : সভাপতি ঝিনুক ও সম্পাদক শ্যামল
ষ্টাফ রিপোর্টার :: (১৮ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০২মি.) রাঙামাটির ঐতিহ্যবাহী ক্রীড়া, শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন বলাকা ক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
আজ ২ মার্চ শুক্রবার দিনব্যাপী ভোটযুদ্ধের অনুষ্ঠিত নির্বাচনে মোমবাতি প্রতিকে ২৫৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ঝিনুক ত্রিপুরা তার প্রতিদন্ধি বিপুল ত্রিপুরা চেয়ার প্রতিকে ১৮৪ ভোট পান। বিনা প্রতিদন্ধিতার সাধারন সম্পাদক নির্বাচিত হন শ্যামল কান্তি ত্রিপুরা।
এছাড়া আপেল প্রতিক নিয়ে ৩২১ ভোট পেয়ে আপেল ত্রিপুরা ও কলম প্রতিক নিয়ে ২৩৬ ভোট পেয়ে উজ্জ্বল ত্রিপুরা সহসভাপতি পদে নির্বাচিত হয়। সহসভাপতি পদের প্রতিদন্ধি কাপ পিরিচ প্রতিক নিয়ে নিরল ত্রিপুরা ২২২ ভোট পান। অন্যদিকে বই প্রতিক নিয়ে ২৮০ ভোট পেয়ে মিটুন ত্রিপুরা ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়। তার প্রতিদন্ধি ইমন মারমা ( মংশেহ্লা) ফুটবল প্রতিকে ১৩৬ ভোট পান। মাছ প্রতিকে ২৬৭ ভোট পেয়ে ভবদত্ত মুৎসুদ্দী (শিমুল) সাহিত্য সম্পাদক নির্বাচিত হয়। তার প্রতিদন্ধি জিকু আসাম কম্পিউটার প্রতিকে ১৪৫ভোট পান। পূর্নাঙ্গ কমিটিতে অর্থ সম্পাদক শৈচিং মারমা (টিলু), সহ-সাধারন সম্পাদক মিঠুন ত্রিপুরা, সাংস্কৃতিক সম্পাদক সজল ত্রিপুরা, দপ্তর সম্পাদক শ্রেষ্ঠ ত্রিপুরা, কার্যকরি সদস্য প্রনয় ত্রিপুরা, অভিলাষ ত্রিপুরা (অভি), উচিং মারমা, অমিত ত্রিপুরা (সেন্টু) ও মংচিনু মারমা আকাশ নির্বাচিত হয়।





মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
কাউখালীতে ইউফিডিএফের আস্তানা গুরিয়ে দিয়েছে সেনাবাহিনী
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
২০১৮ ও ২০২৪ সালের মত ছকে বাঁধা নির্বাচন হলে গণতন্ত্র আর রক্ষা করা যাবেনা : জুঁই চাকমা
কাপ্তাই বিএসপিআই জব ফেয়ারে অংশ নিল ২০টি খ্যাতনামা প্রতিষ্ঠান
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা