বৃহস্পতিবার ● ৭ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » জাতীয় » ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাবার ঘোষণা দিয়েছে ইসলামী ঐক্যজোট
২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাবার ঘোষণা দিয়েছে ইসলামী ঐক্যজোট

অনলাইন ডেস্ক ::২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাবার ঘোষণা দিয়েছে শরীক দল ইসলামী ঐক্যজোট।
দলীয় সম্মেলন শেষে এই ঘোষণা দলটির চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী।
সম্মেলনে ২০ দলীয় জোটে থাকা না থাকা নিয়ে বিস্তারিত আলোচনার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
এখন তারা স্বতন্ত্রভাবে একটি ইসলামী প্লাটফর্ম গড়ে তুলবেন বলে জানিয়েছেন।
তবে বিএনপির পক্ষ থেকে অনেকদিন ধরেই অভিযোগ করা হচ্ছিল, তাদের ২০ দলীয় জোট ভাঙ্গার জন্য সরকারের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে।
গত ৫ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত বিএনপির সমাবেশে ২০ দলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোটের নেতাকর্মীদের দেখা যায়নি।
১৯৯৯ সালের নির্বাচনের আগে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি (একাংশ) এবং ইসলামী ঐক্যজোট মিলিত হয়ে চার দলীয় ঐক্য জোট গঠন করে।
পরবর্তীতে আরো কয়েকটি দল সঙ্গে নিয়ে ২০ দলীয় জোট গঠন করা হয়।
এর মধ্যে ইসলামী ঐক্যজোট বিভক্ত হয়ে গেলেও, একটি অংশ সবসময়েই বিএনপির সঙ্গে জোটে ছিল।





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা