বৃহস্পতিবার ● ৭ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » পাবনা » তথ্য প্রযুক্তি ও প্রশাসনিক তত্পরতার মাধ্যমে সিংড়াকে নিরাপদ নগরীর আওতায় আনা হবে- প্রতিমন্ত্রী পলক
তথ্য প্রযুক্তি ও প্রশাসনিক তত্পরতার মাধ্যমে সিংড়াকে নিরাপদ নগরীর আওতায় আনা হবে- প্রতিমন্ত্রী পলক

সিংড়া (নাটোর) প্রতিনিধি:: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, তথ্য প্রযুক্তি ও প্রশাসনিক তত্পরতার মাধ্যমে সিংড়াকে নিরাপদ নগরীর আওতায় আনা হবে৷ মা বোনের সম্মান রৰার্থে ও বখাটে এবং অপরাধীদের মনে ভীতি সঞ্চার করতে শহরের গুরুত্বপূর্ন মোড়ে মোড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও স্পিকার সিস্টেম চালু করা হবে৷ পর্যায়ক্রমে ইউনিয়নগুলোর গুরম্নত্বপূর্ন স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নাইটগার্ড নিয়োগ করা হবে৷
বুধবার বিকেলে উপজেলা কৃষি ভবন হলরুমে উপজেলা মাসিক আইন শৃংখলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন৷ এছাড়া ২৪ ঘন্টার মধ্যে শহর থেকে অপ্রয়োজনীয় বিলবোর্ড অপসারনের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন তিনি৷ প্রতিমন্ত্রী পলক আরও বলেন, উন্নয়নের রোল মডেল হিসেবে সিংড়া বাংলাদেশের মডেল হবে৷ সিংড়া হাসপাতাল বাংলাদেশে সেবার দিক দিয়ে ১৩ তম৷ বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে এগিয়ে গেছে৷ বাংলাদেশ নিরাপদ শহরের মধ্যে অন্যতম৷ সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে সরকার সচেষ্ট৷ তথ্য প্রযুক্তিতে বর্তমান সরকারের ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে৷ শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে ৷ প্রধানমন্ত্রী বিশ্বে চিন্তাবিদদের মধ্যে ১৩ তম৷ যা বাংলাদেশের জন্য গর্বের৷
উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কুবির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, নবনির্বাচিত পৌরসভার মেয়র মো: জান্নাতুল ফেরদৌস, সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মন্ডল, ইউপি চেয়ারম্যান এমএম আবুল কালাম, মইনুল হক চুনু, আজহারুল ইসলাম, সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমূখ৷

আলোচনা শেষে নাটোরের সিংড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ভান্ডার হতে সিংড়া উপজেলার জন্য দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দের প্রায় আড়াই হাজার কম্বল প্রতিবন্ধী,দুস্থ্য মুক্তিযোদ্ধা,আদিবাসী,দরিদ্র শীতার্তদের মাঝে বিতরণ করেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি৷ বুধবার বিকেলে সিংড়া সরকারী খাদ্য গুদাম চত্বরে এসব কম্বল বিতরণ করা হয়৷





সড়ক দূর্ঘটনায় মৃত্যু, জাবিতে পড়তে যাওয়া হলোনা নোমানের
এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ ফান্ডের টাকা আত্মসাত
ঘুরে এলাম প্রকৃতির লীলাভুমি নয়নাভিরাম চলনবিল
এফবিসিসিআইয়ের পক্ষে অক্সি জেনারেটর প্রদান
সুজানগর পৌর নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় ৩০ জানুয়ারী ভোট
চাটমোহরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
চাটমোহরে মামাতো ভাইয়ের হাতে দুই বছরের শিশু খুন
পাবনায় কৃষক কৃষাণীর মাঠ দিবস পালন
চাটমোহরে মোটর সাইকেল-ট্রলি মুখোমুখী সংঘর্ষে নিহত -১
বানিজ্যিক ভিত্তিতে মিশ্রফল চাষ করছেন চাটমোহরের বকুল চেয়ারম্যান