মঙ্গলবার ● ২১ মে ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » আবারও রাউজানে ভন্ড পীর বাবা আটক
আবারও রাউজানে ভন্ড পীর বাবা আটক
রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে এক ভন্ড পীর বাবাকে আটক করেছেন স্থানীয় জনতা। গতকাল সোমবার রাত সাড়ে ১০ টার সময় নিজ বাড়ি থেকে এই ভন্ড পীর বাবাকে আটক করা হয়। সেই রাউজান উপজেলার ৮নং কদরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোল্লা পাড়া গ্রামের মো: শফির ছেলে ছৈয়্যদ মো. ছোটন শাহ। তিনি ২০১৭ সালে (২১-সেপ্টেম্বর) দিবাগত রাতে ছাগলের নাড়ি-ভুড়ি নিজের পেটের সাথে বেধে বড় অলি হওয়ার স্বপ্ন দেখেন। এক পর্যায়ে ঘটনাটি নাটকীয়তা প্রমাণ হলে এলাকার লোকজন খবর দেন থানা পুলিশকে। কিন্তু সাধারণ মানুষ ও পুলিশ পরে বুঝতে পারেন এসব তার ভন্ডামী। পরে পুলিশ এসে তাকে আটক করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রমাণ হয় কোন অলৌকিক ঘটনা নয় ,এটি সাধারণ মানুষকে ধোকা দিতে তার পেটে নাড়ি-ভুড়ি পেটে বেঁধে একটি নাটক করছিলেন।
সুত্রে ওই সময় তার সাজা হলে কিছু দিন কারাগারে থাকার পর তিনি জেল থেকে বাহির হয়ে অবস্থান করেন চট্টগ্রাম-কাপ্তাই রাস্তার মাথা. জানা গেছে সেই হাটহাজারী উপজেরায় বসে আবারোও এসব ভন্ডামী করে যান। পাশাপাশি রাতে চুরি করে তার নিজ বাড়ি কদরপুরে আসতেন, ও ভন্ডামী শুরু করতেন। এক পর্যায়ে এলাকার লোকজন জানতে পারেন সেই বাড়িতে আছনে পরে স্থানীয় চেয়ারম্যানকে বলা হলে তিনি গ্রাম পুলিশ দিয়ে কৌশলে বাড়ি থেকে গতকাল ২০-মে রাতে ফের আটক করা হয়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেন চেয়ারম্যান তছলিম উদ্দিন । ভন্ড পীর ছোটন শাহকে কদরপুর ইউনিয়ন পরিষদে আটক করে রাখা হয়েছে । রাউজান থানায় এ বিষয়ে খবর দেওয়া হয়েছে। এদিকে গত পাঁচ দিনে আরোও তিন ভন্ড কবিরাজকে আটক করা হয়েছে।





চির নিদ্রায় শায়িত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইসমাঈল
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে অসহায় মায়ের চিকিৎসায় আর্থিক সহযোগিতা প্রদান
চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন প্রার্থী
মিরসরাইয়ে এসএসসি ৯৭ ব্যাচের ৩য় পুনর্মিলনী পালিত
এসএসসি’৯৭ মিরসরাই উপজেলা তৃতীয় পুনর্মিলনী বৃহস্পতিবার
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার