মঙ্গলবার ● ২৮ মে ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে আন্তঃবিভাগীয় ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার
বিশ্বনাথে আন্তঃবিভাগীয় ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ সোমবার রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রাম থেকে আন্তঃবিভাগীয় ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার করেছে। থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হল- সুনামগঞ্জের ছাতক উপজেলার রাধানগর গ্রামের মখলিছ আলীর পুত্র মাসুক মিয়া (২৭) ও সিলেটের বিয়ানীবাজার উপজেলার সিকারপুর গ্রামে আবদুন নূরের পুত্র আমিনুল ইসলাম ওরফে জবরুল (৩০)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাসুক ও জবরুল চলতি বছরের ১৪ ফেব্রুয়ারী বিশ্বনাথ উপজেলার ইলামেরগাঁও গ্রামের ইয়াসিন আলীর বাড়িতে হওয়া ডাকাতির সাথে জড়িত ছিল বলে স্বীকারোক্তি প্রদান করেছে। এছাড়াও সিলেট বিভাগের আরোও কয়েকটি স্থানে সংঘঠিত ডাকাতির ঘটনার সাথে জড়িত রয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম।
বিশ্বনাথে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে সোমবার সকালে সরকারি উদ্যোগে উপজেলায় ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা- তুজ-জোহরা। কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি মূল্যে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত (লক্ষমাত্রা শেষ হওয়া পর্যন্ত) ধান সংগ্রহ করা হবে। উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্ত একজন কৃষক ১২০ কেজি থেকে ৩ হাজার কেজি পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন।
বিশ্বনাথ এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আহাদের সভাপতিত্বে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুল আলম ভূইয়া শাওন, খাদ্য পরিদর্শক মোঃ মিনার আলী, উপানুষ্ঠানিক শিক্ষার প্রোগ্রাম অফিসার মোঃ আল-আমীন।





প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
রাবিপ্রবি’র উপাচার্য এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ২১ জন শিক্ষক নিয়োগের অভিযোগ
রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
আরিচা ঘাটের সেকাল আর একাল
বেগম খালেদা জিয়ার শোকবইয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের স্বাক্ষর
ঝালকাঠির ২ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল : ১৬ জন বৈধ
ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা